এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থাকা নেতা কপিল মণ্ডলকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে অবশেষে গ্রেপ্তার করল সিবিআই। গতকালই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর আসানসোলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা। তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে একটি লাইসেন্স বিহীন ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ ও নগত ১০ লক্ষ টাকা উদ্ধার হয়।

সিবিআইয়ের কাছে অভিযোগ ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল-এর কর্মী কপিল মণ্ডল, তাঁর স্ত্রী এবং ছেলের মোট সম্পত্তির পরিমাণ ১.৩৮ কোটি টাকা। তারপর থেকেই তাঁর উপর নজরদারি শুরু হয়, গতকাল তাঁর বাসভবন সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে সিবিআই। বাদ যায়নি তাঁর অফিস ও গেস্টহাউসও। আর তল্লাশির শেষে অবশেষে তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় তদন্তকারী অফিসারেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!