এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের আজ সন্ধ্যায় বাংলায় পা রাখছে কেন্দ্রীয় দল, বাড়ছে জল্পনা! জেনে নিন বিস্তারিত!

ফের আজ সন্ধ্যায় বাংলায় পা রাখছে কেন্দ্রীয় দল, বাড়ছে জল্পনা! জেনে নিন বিস্তারিত!


ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানের দাপটে বিধ্বস্ত বিভিন্ন এলাকা। এত বড় ঝড় আগে কেউ দেখেনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে কলকাতা, দুই 24 পরগনা, মেদিনীপুর সহ বিভিন্ন এলাকা। আর এই ভয়াবহ ঝড়ের পর পশ্চিমবঙ্গের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রাজ্যকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি কোন এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য পরিদর্শন করতে আসবে বলেও জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অবশেষে প্রধানমন্ত্রীর কথাই এবার বাস্তব হতে চলেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভয়াবহ দুর্যোগের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছে সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানা গেছে, এদিন সন্ধ্যায় এই প্রতিনিধিদল বিমানবন্দরে নামবে। আর তারপরেই উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তারা। মূলত দুটি দলে ভাগ হয়ে ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কিন্তু কোন দল কোন এলাকা পরিদর্শনে যাবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, একটি দল হেলিকপ্টারে করে উত্তর 24 পরগনার হাসনাবাদ, ধামাখালি এবং সন্দেশখালি পরিদর্শন করবেন। আর অন্যদিকে আরেকটা দল দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা, ব্রজবল্লভপুর, রামগঙ্গা এবং ভাড়াতলা এলাকা পরিদর্শন করবেন। আর বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে এসে মুখ্যসচিব রাজীব সিনহা সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে রাজ্যকে আর্থিক আর্থিকভাবে সহযোগিতা করার কথা কেন্দ্রের কাছে সুপারিশ হিসেবে জানাতে পারে। আর তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্র এই দূর্যোগে আরও আর্থিক সাহায্য করতে পারে রাজ্য সরকারকে। যার ফলস্বরুপ প্রধানমন্ত্রীর কথামত এবার দুর্যোগ বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

অনেকে বলেছেন, অতীতে দুর্যোগে ভয়াবহতার সময় কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিদল আসা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের চরম তরজা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভয়াবহ দুর্যোগে কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধি দল এসে এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দুর্যোগ সম্পর্কে কি তথ্য জমা দেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!