কাজে অসন্তুষ্ট, বড় সাংগঠনিক রদবদল রাজ্য বিজেপিতে বিশেষ খবর রাজ্য November 28, 2017 প্রত্যাশা মতোই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সাংগঠনিক রদবদল শুরু হয়ে গেল রাজ্য বিজেপিতে। জেলা বিজেপির কাজে মোটেই খুশি নয় কেন্দ্রীয় নেতৃত্ত্ব তা আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য নেতৃত্ত্বকে আর তাই এই সাংগঠনিক রদবদল বলে জানা যাচ্ছে। এদিন বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সূত্রের খবর আগামীদিনে আরো বড় রদবদল হতে চলেছে, তবে আপাতত যা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ১. হুগলি জেলার বর্তমান সভাপতি ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুর ও আরামবাগ মহকুমা নিয়ে গঠিত শ্রীরামপুর জেলার সভাপতির দায়িত্ব সামলাবেন ২. চুঁচুড়া ও চন্দননগর নিয়ে গঠিত হুগলি জেলার নতুন সভাপতির দায়িত্ত্ব সামলাবেন দলের অন্যতম জেলা নেতা সুবীর নাগ ৩. তমলুকের সভাপতি হলেন প্রদীপ দাস ৪. পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব পেলেন সমিত দাস ৫. ঘাটালে রতন দত্ত নতুন দায়িত্বভার পেলেন আপনার মতামত জানান -