এখন পড়ছেন
হোম > জাতীয় > চলতি মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন কবে? কোথায়? ব্যাংক বন্ধ থাকছে

চলতি মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন কবে? কোথায়? ব্যাংক বন্ধ থাকছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মাসের প্রথমদিন ছিল রবিবার, তাই এদিন বন্ধ ছিল ব্যাংক। চলতি মাসে দেখা যাচ্ছে যে, আরও ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এই মাসে একের পর এক উৎসব বা দিবস রয়েছে। এই কারণে মাসের অর্ধেক সময়ই বন্ধ থাকবে ব্যাংক। তবে, সারা দেশে একদিনে ব্যাংক বন্ধ থাকা, সব ক্ষেত্রে দেখা যাবে না। মহরম, ওনাম, স্বাধীনতা দিবস সহ একাধিক ছুটির দিন রয়েছে এই মাসে। তবে, উৎসব অনুযায়ী বিভিন্ন দিন বিভিন্ন রাজ্যে আলাদা-আলাদাভাবে ব্যাংক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, কেরলের কোচি ও তিরুবনন্তপুরমে সবচেয়ে বেশি ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি যেমন থাকবে সেখানে, তেমনি থেকে ২০ সে আগস্ট থেকে পরপর তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। কুড়ি তারিখে মহরম, ওনাম শুরু হতে চলেছে, ২১ তারিখে আছে তিরুবনাম, ২৩ তারিখ রয়েছে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এ মাসেই রয়েছে স্বাধীনতা দিবস, পারসী নববর্ষ, জন্মাষ্টমী ইত্যাদি অনুষ্ঠান। চলতি মাসে আগামী ৮ ই আগস্ট, আগামী ১৪ ই আগস্ট, আগামী ১৫ ই আগস্ট, ২২ সে আগস্ট, ২৮ সে আগস্ট, ২৯ সে আগস্ট দ্বিতীয় ও চতুর্থ শনিবার বা রবিবার থাকার কারণে এই দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকবে। ১৩ ই আগস্ট ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ১৬ ই অগস্ট থাকবে বেলাপুর, মুম্বই, নাগপুরে।

১৯ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, আমদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগরে। ২০ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, তিরুবনন্তপুরমে। ২১ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচি ও তিরুবনন্তপুরমে। ২৩ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচি ও তিরুবনন্তপুরমে।

৩০ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে আমদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং শিমলা, শ্রীনগরে। ৩১ সে অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে হায়দরাবাদে। অর্থাৎ, এ মাসের অর্ধেক সময়ই ব্যাংক বন্ধ থাকতে চলেছে। এ কারণে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ, এমনটাই ওয়াকিবহাল মহলের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!