এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিশেষ পদক্ষেপের পরেই এবার শান্তির হাওয়া অসম ও মিজোরামে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিশেষ পদক্ষেপের পরেই এবার শান্তির হাওয়া অসম ও মিজোরামে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অসম ও মিজোরামের মধ্যে জমি বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। গত ২৬ সে জুলাই যা চরম আকার ধারণ করে। দুই রাজ্যের পুলিশ বাহিনীর সংঘর্ষে আটজন পুলিশকর্মীর মৃত্যু হয়। এরপর দুই রাজ্যের মধ্যে চলা অশান্তি দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, এরপরও দুই রাজ্যের মধ্যে অশান্তি বেড়ে চলেছিল। এরপর অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি। জানা যাচ্ছে, তাঁর নির্দেশের পর দুই রাজ্যের বিরোধ ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই সঙ্গে শান্তি ফিরে আসতে চলেছে রাজ্যদুটিতে।

এরপর অসম ও মিজোরামের পক্ষ থেকে দুই রাজ্যের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়া হবে বলে, জানা যাচ্ছে। মিজোরামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়া হবে। এরপর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে, মিজোরামের রাজ্যসভার সাংসদ কে ভানলাভেনার বিরুদ্ধে এফআইআর তুলে নেবে অসম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন যে, পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, সেজন্য মিজোরামের মানুষের কাছে তিনি অনুরোধ করছেন, কোন সংবেদনশীল বার্তা না দিতে। সোশ্যাল মিডিয়াকে চিন্তাভাবনা করে ব্যবহার করতে। এভাবে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বা শর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মধ্যে বিরোধ স্থিমিত হয়েছে। দুজনকেই আলাদা-আলাদা ভাবে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই তাঁদের বিরোধ কমতে শুরু করেছে।

অন্যদিকে, অসম, মিজোরাম সীমান্তের সমস্যা নিয়ে আজ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, এ বিষয়ে তিনি অসমের সাংসদদের সঙ্গে কথা বলবেন। এর আগে মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভম্পতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দুই রাজ্যের মধ্যে উত্তেজনা কিভাবে কমানো সম্ভব? তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন বলে জানা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!