এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে হুমকি চিঠি, জোর শোরগোল রাজ্যে

ফের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে হুমকি চিঠি, জোর শোরগোল রাজ্যে


রাজনীতিতে শাসক বিরোধী দ্বৈরথ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য কোনো এক দলের প্রধানকে কুরুচিকর মন্তব্য করা কখনই কাম্য নয়। যে বাংলা সব সময় সংস্কৃতির জন্ম দিয়ে এসেছে, ভোট প্রচারে সেই বাংলার রাজনৈতিক নেতা-নেত্রীদেরই বিভিন্ন সময়ে কু মন্তব্য করতে দেখা গেছে।

আর এবার ভোটের পরেও স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে একের পর এক কুরুচিপূর্ণ চিঠি প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিপূর্ণ ছবি এবং হুমকি চিঠি নিজের ঘরে পড়ে থাকতে দেখলেন বিধাননগর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মন্ডল।

যেখানে চিঠির ভেতরে রাজীব কিল্লার নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। আর এরপরই এই গোটা বিষয়টি নিয়ে বিধাননগর পূর্ব থানাতে একটি অভিযোগ জানান এই কাউন্সিলর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই প্রথম নয়, এর আগেও এই একই ধরনের একটি হুমকি চিঠি পান আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর সেখানেও এই চিঠির প্রেরক হিসেবে রাজিব কিল্লারের নাম উল্লেখ ছিল।ফলে একের পর এক রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে তৃণমূলের জনপ্রতিনিধিদের কাছেই বিস্ফোরক চিঠি আসায় এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

শাসকদলের দাবি, কিছু কিছু কাপুরুষ সামনে লড়াই করার ভয় পেয়ে পেছন থেকে আমাদের নেত্রীর উদ্দেশ্যে এই কুরুচিকর মন্তব্য করছে। তবে ঠিক কে বা কারা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিস্ফোরক চিঠি পাঠাচ্ছেন, এবার সেই প্রশ্নের উত্তরই খুজছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!