সুনীলের পর কি এই বিধায়ক যাচ্ছেন বিজেপিতে, জল্পনা তুঙ্গে নদীয়া-২৪ পরগনা রাজ্য June 18, 2019 লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তর 24 পরগনায় তৃনমূলের সংগঠন ভাঙতে শুরু করে। ব্যারাকপুরের প্রার্থী হিসেবে দীনেশ ত্রিবেদীকে না মেনে ভাটপাড়ার তৎকালীন তৃণমূল তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগদান করেন। আর তারপরই ব্যারাকপুর লোকসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি। এদিকে ব্যারাকপুরের পাশাপাশি সারা রাজ্যে এবার তৃণমূল ভরাডুবি এবং বিজেপির প্রবল উত্থানের পরই শাসক দলের একাধিক জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করতে শুরু করেন। কিছুদিন আগেই বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় সহ উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, ভাটপাড়া সহ বেশকিছু পৌরসভার কাউন্সিলররা বিজেপিতে আসায় তা গেরুয়া শিবিরের দখলে চলে আসে। আর এবার গতকাল নয়া দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে তৃনমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন নোয়াপাড়ার বিনায়ক সুনীল সিং। তবে শুধু তিনিই নন, তার সাথে এদিন বিজেপিতে যোগদান করেন গারুলিয়া পৌরসভার প্রায় 12 জন কাউন্সিলর। আর একের পর এক পৌরসভা হাতছাড়া হওয়ায় এবং দলীয় জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করায় এখন তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। এদিকে গতকাল নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিংহের বিজেপিতে যোগদানের পর ফের রাজ্যের আরও এক শাসকদলের বিধায়কের দলবদলের জল্পনা জোরালো ভাবে ফুটে উঠতে শুরু করল। সূত্রের খবর, আজই বিজেপিতে যোগদান করতে পারেন বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। জানা গেছে, রবিবার থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়কের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ফলে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং রাজ্যে বিজেপির প্রবল উত্থানের পরই যেভাবে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছে, তাতে বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে বনগাঁ পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের নিয়ে যে জটিলতা চলছে, তা আটকাতে ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল। এদিন এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সোমবারই শংকর আঢ্য আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর এবং বিধায়ককে বলব তারা যেখানেই থাকুন না কেন, দ্রুত ফিরে আসুন।” এদিকে কাউন্সিলের এবং বিধায়কের দলবদলের জল্পনাকে উস্কে দিয়েছেন বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “জেলার অনেক কাউন্সিলার, বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সবাই বিজেপিতে আসতে চান।” সব মিলিয়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহের বিজেপিতে যোগদানের পর ফের আজ শাসকদলের অস্বস্তি বাড়িয়ে গেরুয়া শিবিরের পতাকা তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এবং বিধায়ক তুলে নেয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -