এখন পড়ছেন
হোম > রাজ্য > ৩৫০ কোটি টাকার প্রকল্প, বহিরাগতদের আটকাতে বিশেষ ব্যবস্থা – মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

৩৫০ কোটি টাকার প্রকল্প, বহিরাগতদের আটকাতে বিশেষ ব্যবস্থা – মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক


ক্ষমতায় আসার পর থেকেই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে আমজনতার সাথে সরাসরি মেলবন্ধনে তৎপর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার এমনই এক প্রশাসনিক বৈঠক অনুষ্টিত হয়েছিল হাওড়া জেলার শরৎ সদনে। এদিনের বৈঠকে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী হাওড়াবাসীর উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা ঘোষনা করেন।প্রতিবছর ভোটের জন্য যেভাবে সরকারের উন্নয়নে ব্যাঘাত ঘটছে সেই প্রসঙ্গে এদিনের বৈঠক থেকে তিনি বলেন,”প্রতিবছর ভোট থাকবে।নির্বাচনী কাজে সব কর্তাব্যাক্তিরা যুক্ত থাকলেও কোনোওমতেই সরকারের উন্নয়ন প্রকল্প বা পরিষেবা পাওয়া থেকে সাধারন মানুষ যাতে বঞ্চিত না হয় তার দিকে সকলকে নজর রাখতে হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের বৈঠকে হাওড়ার গ্রামীন এলাকার উন্নয়ন কতদূর এগিয়েছে তা নিয়েও খোজ নেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে খবর,বর্ষাকালে প্রায় প্রতিবছরই ডিভিসির জলে প্লাবিত হয় হাওড়া জেলার বিস্তীর্ন এলাকা।এদিন মুখ্যমন্ত্রী সেই বন্যা আটকাতে 350 কোটি টাকার এক প্রকল্পের ঘোষনা করেন।এমনকী মুন্ডেশ্বরী,দ্বারকেশ্বর,রুপনারায়ন নদীর জলে যেই সব এলাকা বন্যার আকার ধারন করে সেইসব জায়গায় এই বন্যা আটকানোর জন্য জেলার জেলাশাসককে নির্দেশও দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,পূর্ত বা সেচ দফতরের উদ্যোগে হাওড়ার আমতায় একটি স্থায়ী বাঁধ নির্মান করা হবে।
এদিনের বৈঠক থেকেহাওড়া জেলা সংশোধনাগারের জায়গায় একটি হাসপাতাল তৈরির কথাও ঘোষনা করেন।এমনকী উলুবেড়িয়া হাসপাতালের কাজ ঠিক কোন পর্যায়ে তার খোজও নেন মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রে খবর,হাওড়ার পুর পরিষেবা যে আরও ভালো করা দরকার তা নিয়ে পুরকর্তাদের নির্দেশও দেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য,সম্প্রতি হাওড়ার বাগনানে খুন হন তৃনমূল কর্মী সহসিন খান।এ দিন তারই রেশ ধরে জেলায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া হতে বলেন তিনি।বহিরাগত ঠেকাতে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তা নিয়েও জেলা প্রশাসনকে সতর্ক করেন তিনি।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,অরুপ রায়,লক্ষ্মীরতন শুক্লা,সাংসদ প্রসূন ব্যানার্জী,হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী,দলের বিধায়ক সহ রাজ্যের মুখ্যসচিব,ডিজি এবং হাওড়া সমস্ত প্রশাসনিক কর্তাব্যাক্তিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!