এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেতন বৃদ্ধি করেও মন পেলেন না মুখ্যমন্ত্রী , প্রকাশ্যেই উগরে দিলেন ক্ষোভ

বেতন বৃদ্ধি করেও মন পেলেন না মুখ্যমন্ত্রী , প্রকাশ্যেই উগরে দিলেন ক্ষোভ

২০২০-র জানুয়ারি থেকেই UGC-র সংশোধিত বেতন কাঠামো কার্যকর হবে রাজ্যে। সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন৷

কিন্তু যা দেখা গেলো তাতেও খুশি করা গেলো না কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। যার জেরেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলেনও।

আজ নেতাজি ইনডোর স্টেডিমায়ে দাঁড়িয়ে ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী আসা করেছিলেন এই নিয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা হাততালি দিতে নিজেদের উচ্ছাস প্রকাশ করবেন কিন্তু দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে ইউজিসির সংশোধিত হারে বেতন পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷ একইসঙ্গে কলেজের গেস্ট ও পার্টটাইম শিক্ষকদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির সাথেই ৫ লক্ষ টাকা এককালীন ভাতা পাবেন এই ঘটনা করেন। এদিন মমতা বললেন, “২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এই ৪ বছরের জন্য ৩ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হবে”। আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নয়া এই বেতন হার৷

মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া নাজক্সক্স পেয়ে এদিন মুখমন্ত্রী , ‘‘কি আপনারা খুশি হননি? আপনাদের দাবি তো রাজ্য সরকার সবকটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সবকিছু একসঙ্গে হয় না৷ সময় লাগে৷ আবার আমরা ২০২১ সালে আপনাদের সঙ্গে বসব৷ এখন যতটা পেরেছি করেছি৷’’

আর এই নিয়েই রাজনৈতিকমহলের প্রশ্ন যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের, সাথেই রাজ্য সরকারি কর্মীদের যে ক্ষোভ রয়েছে তা কতটা উপশম করতে পারবেন মুখ্যমন্ত্রী? তার দিকেই নির্ভর করছে ২০২১ এর ফলাফল। এখন দেখার এই ক্ষোভ কিভাবে মেটায় রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!