এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “কনফিউজড নির্বাচন কমিশন” রেগে ফায়ার সুকান্ত! সরগরম রাজ্য রাজনীতি!

“কনফিউজড নির্বাচন কমিশন” রেগে ফায়ার সুকান্ত! সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে করোনায় ভয়াবহ পরিস্থিতি। যার কারণে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে চারটি পৌরনিগমের ভোট হওয়ার কারণে আশঙ্কা ক্রমশ বাড়ছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সময় ভোট না করে পরবর্তীতে যেন ভোট করানো হয়। কিন্তু নির্বাচন কমিশন তাতে রাজি নয়। তাদের বক্তব্য, তারা সমস্ত রকম বিধি-নিষেধ পালন করে এখনই নির্বাচন করাবে। ইতিমধ্যেই প্রচার করার ব্যাপারে এবং জনসমাগম করার ব্যাপারে একাধিক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তার মাঝেই এবার সেই রাজ্য নির্বাচন কমিশনকে “কনফিউজড” বলে আখ্যা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের বিধিনিষেধ নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “নির্বাচন কমিশনের কথাবার্তা এবং কাজকর্মে আমাদের মনে হচ্ছে, তারা কনফিউজড। মুখে এক কথা বলছে এবং কাজে অন্যরকম করছে। হয়তো ওপর থেকে নির্দেশ আসছে। তাই এইরকম হচ্ছে। নির্বাচন কমিশনের কথাবার্তার কোনো ঠিক নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, নির্বাচন কমিশন একতরফা আচরণ করছে। বারবার শাসক দলের সঙ্গে একাত্ম হয়ে নির্বাচন কমিশন ভোট করে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। তবে এবার করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বমুখী, তখন নির্বাচন কমিশন বিধি-নিষেধ চালু করলেও তা ঠিকমতো পালন করা নিয়ে তারা নিজেই দিশেহারা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!