দুই অনুগামী কাউন্সিলর সহ কংগ্রেসের দাপুটে বিধায়ক যোগ দিলেন বিজেপিতে জাতীয় বিশেষ খবর December 23, 2017 আগামী বছরের আসন্ন বিধানসভাকে মাথায় রেখে ত্রিপুরাতে শক্তিবৃদ্ধি অব্যাহত রাখল বিজেপি। আগেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়া বিধায়কদের দলে নিয়েছিল বিজেপি। আর এবার ত্রিপুরা রাজ্য-রাজনীতিতে ‘চাণক্য’ বলে খ্যাত দীর্ঘদিনের বিধায়ক রতনলাল নাথ ‘হাত’ ছেড়ে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা। গতকাল তাঁর দলবদল করে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন তাঁর অনুগামী দুই কংগ্রেস কাউন্সিলরও বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। মানিক সরকারের নেতৃত্ত্বাধীন বামফ্রন্ট সরকারকে ২০১৮ এর বিধানসভা ভোটে ত্রিপুরা থেকে উৎখাত করতে মরিয়া বিজেপি। পূর্ব ভারতের আসামে পদ্ম ফোটানোর পর এবার ত্রিপুরাতেও পদ্ম ফোটাতে চায় বিজেপি বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -