এখন পড়ছেন
হোম > জাতীয় > দীনেশ ত্রিবেদীর ঝটকার পর, আবারও কি বড়সড় ঝটকা খেতে চলেছে তৃণমূল? জানুন বিস্তারিত

দীনেশ ত্রিবেদীর ঝটকার পর, আবারও কি বড়সড় ঝটকা খেতে চলেছে তৃণমূল? জানুন বিস্তারিত

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নাটকীয় ভাবে রাজ্যসভার সাংসদ পদ ও দলের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়ে উঠেছে। এবার এই পরিস্থিতিতে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। তিনিও কি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্ন এখন ঘুরছে সকলের মুখে।

সূত্রের খবর, আজ দিল্লি গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। স্পিকারের সঙ্গে দেখা করে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এরপর তিনি যোগদান করতে পারেন বিজেপিতে। যদিও এই দাবিকে অমূলক বলে জানালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, কিছুদিন আগেই একাধিক পদ থেকে ইস্তফা দিয়ে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরো বাড়িয়ে রেখেছেন দিব্যেন্দু অধিকারী। তবে, আজ তাঁর দিল্লি যাবার কারণ সম্পর্কে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন যে, আগামীকাল লোকসভার একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে। এই বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন না।

বর্ষীয়ান নেতা দীনেশ ত্রিবেদীর পদত্যাগকে তিনি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন। এর সঙ্গেই তিনি জানালেন যে, দীনেশ ত্রিবেদীর মতো তৃণমূলে তাঁর দম বন্ধ হয়ে আসে নি। তিনি জানালেন যে, তাঁর সেরকম মনে হচ্ছে না, তিনি দম নিতে পারছেন। তিনি আরও জানান যে, তিনি তৃণমূলে আছেন। তবে কতদিন তিনি তৃণমূলে থাকবেন? সে প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দেননি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আবার, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর তিনিও কি বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি জানিয়েছিলেন, ” আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট। দল ছাড়ছি না। তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। একই পরিবারে আছি। তবে আমি তৃণমূলের সাংসদ আছি, থাকব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আগামিদিনেও থাকব। আমার দল ছাড়ার প্রশ্ন অমূলক।” কিন্তু শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেবার পর অধিকারী পরিবারের সদস্যদের যেভাবে বারবার আক্রমণ করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাতে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!