কংগ্রেসের সঙ্গে জোট করেও আটকানো গেল না ৪০ বছরের বামদূর্গ, ছিনিয়ে নিল তৃণমূল নদীয়া-২৪ পরগনা বিশেষ খবর রাজ্য December 23, 2017 দীর্ঘ ৪০ বছর ধরে বামেদের হাতে থাকা পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি এবার চলে গেলো তৃণমূলের হাতে। এই কৃষি সমবায় উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস।উল্লেখযোগ্য যে এখানে সব মিলিয়ে ৫৪ টি আসন ছিল। তৃণমূলকে হারাতে জোট করে প্রার্থী দিয়েছিল সিপিএম, কংগ্রেস ও অন্য বাম শরিকরা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি কারণ ৩০টি আসন একা পায় তৃণমূল।বাকি ২৪ টি আসন পায় বিরোধীরা। নির্বাচিত ৩০ জনের মধ্যে থেকে ১২ জনকে নিয়ে পরিচালন সমিতি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রজনী বেরা। আপনার মতামত জানান -