মুকুল পুত্রকে নিয়ে ধোঁয়াশা তৃণমূলের অন্দরেই বিশেষ খবর রাজ্য November 13, 2017 মুকুল রায় যিনি এখন শাসকদলের বড় মাথাব্যাথ্যা। আর তার পুত্র শুভ্রাংশু রায়কে নিয়েও জোর জল্পনা শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে। আজ দুপুরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে যুব তৃণমূলের সমাবেশ আজই সেখানে বিজেপি’কে তুলোধোনা করা হবে এমনই আশা করা হচ্ছে আর সব কিছুকে ছাপিয়ে আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকবেন মুকুল রায়। আর তাই তৃণমূল খুব করে চাইছিলো যে মঞ্চে উপস্থিত থাকুন স্বয়ং মুকুল পুত্র শুভ্রাংশু। আর স্বাভাবিক ভাবেই মুকুল বিরোধী কথাও তার মুখ থেকে শোনার ইচ্ছা ছিল সবার। এতে তৃণমূলের সভাকে আরো উদ্দীপিত করা হতো। কিন্তু সব আশায় জল ঢেলে মুকুল পুত্র জানিয়েছেন তিনি এদিন উপস্থিত থাকতে পারবেন না কারণ তিনি রাজ্যে থাকছেন না। রাজনৈতিক মহল সমেত তৃণমূলের অন্দরেও এই নিয়ে প্রশ্ন উঠছে যে মুকুলের প্রসঙ্গ এড়াতেই কি শুভ্রাংশু সভাতে উপস্থিত থাকছেন না ?নাকি সত্যিই রাজ্যে থাকছেন না বলে উপস্থিত থাকছেন না। আপনার মতামত জানান -