এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন এই মুখ্যমন্ত্রী! শুরু হল প্লাজমা থেরাপি!

করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন এই মুখ্যমন্ত্রী! শুরু হল প্লাজমা থেরাপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দাপট এখনো অব্যাহত। একের পর এক করোনা আক্রান্তের খবর মিলছে। মৃতের সংখ্যাও বেড়ে উঠছে ততোধিক। সাধারণ মানুষের ঘর ছেড়ে এবার করোনা হানা দিয়েছে রাজনৈতিক অলিন্দে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও করোণায় আক্রান্ত হয়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ বলেই জানা গেছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যের মধ্যে সম্প্রতি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজেই জানিয়েছিলেন যে তিনি করোনা আক্রান্ত।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর তাঁর অবস্থার অবনতি হয়। পরিস্থিতি বিচার করে তরুণ গগৈ এর প্লাজমা থেরাপি শুরু হয়েছে। এ সম্পর্কে অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এদিন জানিয়েছেন, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর শারীরিক অবস্থার স্থিরতা ফিরিয়ে আনার জন্য তাঁকে সোমবার রাতে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এছাড়াও তাঁকে প্রায় দু লিটার অক্সিজেন দেওয়া হয় বলে জানা গেছে। সোমবার রাতে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভর্তি হওয়ার পর তরুণ গগৈয়ের শরীরে অক্সিজেনের লেভেল হঠাৎ করেই কমে যায়। অক্সিজেন স্যাচুরেশন দেখা যায় হচ্ছে 88%। ঠিক সেইসময় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, তরুণ গগৈকে প্লাজমা থেরাপি দেওয়া হবে। বর্তমানে তরুণ গগৈ এর শরীরে অক্সিজেন স্যাচুরেশন 96 থেকে 97%। অন্যদিকে আসামের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তিনি হাসপাতালে তরুণ গগৈ এর সঙ্গেই ছিলেন। এছাড়াও তাঁর ছেলে গৌরব গগৈয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন।

প্রসঙ্গত এই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু তরুণ গগৈ এর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। যদিও বর্তমানে তিনি দলবদল করে বিজেপি সরকারের মন্ত্রী। কিন্তু তাতে যে সৌহার্দ্য কমেনি তা বোঝা যাচ্ছে। অন্যদিকে তরুণ গগৈ করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁর দলের অনেকেই। কারণ 2021 এর বিধানসভা নির্বাচন উপলক্ষে গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি করা হয়েছে। যে কারণে দলের প্রায় সবার সঙ্গে নিয়মিতভাবে তরুণ গগৈ বৈঠক করে গেছেন।

যদিও তরুণ গগৈ নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে প্রত্যেককে করোনা টেস্টের নির্দেশ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, বিরোধী শিবিরের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর অসুস্থকালে যেভাবে পাশে দাঁড়িয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা তা যথেষ্ট প্রশংসাজনক। তাঁর ভূমিকার প্রশংসা করছেন বিরোধীদলেরও অনেকেই। এই মুহূর্তে বিরোধীদের একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব তরুণ গগৈ সুস্থ হয়ে ফিরে আসুক স্বাভাবিক জীবনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!