এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন রাজ্যপাল, ফের রাজ্যে শুরু সরকার – রাজ্যপাল দ্বন্দ্ব

করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন রাজ্যপাল, ফের রাজ্যে শুরু সরকার – রাজ্যপাল দ্বন্দ্ব


বাংলার সরকার করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করছে ও সাথেই পরীক্ষাও কম হচ্ছে বলে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ বার বার তোলা হচ্ছে তাতে আর এক ধাপ এগিয়ে রাজ্যপাল ও এদিন সেই অভিযোগ তুললেন। সোমবার সকালে করোনা সংক্রান্ত পরপর দু’টি টুইট করেন তিনি।

সেখানে প্রথম টুইটে সরাসরি ডেরেক ও ব্রায়েনকে উদ্ধৃত করে রাজ্যপাল লেখেন, ‘আমি ডেরেক ও ব্রায়েনের কাছে জানতে চাই রাজ্যে এখনও পর্যন্ত কত করোনা টেস্টের রিপোর্ট আসতে বাকি? মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের সময় জানিয়েছিলাম সংখ্যাটা ৪০ হাজারেরও বেশি হবে। এটা সত্যিই চিন্তার বিষয়। রিপোর্ট আসতে দেরি হলে টেস্ট করার উদ্দেশ্যই যে সফল হবে না।সময়োপযোগী সঠিক তথ্য পরিবেশনই হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূল উপায় কারণ লকডাউন পরবর্তী সময়ে তাঁদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ‘

রাজ্যে করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনে এদিন রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেন যে, রাজ্যে এখনও ৪০ হাজারের বেশি কিছু মানুষের পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়নি বলে মুখ্যসচিবকে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই এদিন রাজ্যপাল অভিযোগ করেছেন যে, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘটছে তথ্যবিকৃতির কারণে। এতে কারও লাভ হয় না। তথ্যগোপন করে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

রাজ্যপাল টুইট করে আরও বলেছেন, সঠিক সময়ে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায়। লকডাউন পরবর্তী সময়ে এব্যাপারে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করা জরুরি।

করোনা সংক্রমণ শুরুর পরে রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। যেখানে এইসব চিকিৎসকদের দ্বায়িত্ব দেওয়া হয়েছিল যারা মারা যাচ্ছেন তাদের মারা যাবার আসল কারণ কি তা খুঁজে বের করার। ঠিক কতজনের করোনায় মৃত্যু হচ্ছে, আর কতজনের কোমরবিডিটির কারণে মৃত্যু হচ্ছে তা বের করে ছিল এদের অন্যতম কাজ।

বিরোধীদের অভিযোগ ছিল করোনায় মৃতের সংখ্যা লুকোতেই এই টিম গঠন করেছে রাজ্য সরকার। এই নিয়ে প্রথমদিকে ওই টীম রিপোর্টও দিতে থাকে কিন্তু শোরগোল পরে যায় মবার্তে থাকে বিতর্ক শেষে মুখমন্ত্রী বিতর্কের ডে ঝেড়ে ফেলে দাবি করেন তিনি কোনো টিমের কথা জানেন না। যা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল কেননা অতীননি হলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী। কিন্তু সে অন্য কথা

এদিকে রাজ্যপাল রাজ্যের দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বার বার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন। বার বার অভিযোগের আঙ্গুল তুলেছেন। এবার ফের নতুন করে আঙ্গুল তুললেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!