এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বেতন নিয়ে তীব্র সংশয়ে এই সরকারি কর্মীরা! জোর চাঞ্চল্য

করোনা আবহে বেতন নিয়ে তীব্র সংশয়ে এই সরকারি কর্মীরা! জোর চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বেকার যুবক যুবতীরা এমনিতেই রুজিরুটি হারানোর আশঙ্কা করছেন। যারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের চাকরি আদৌ থাকবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। আর এই পরিস্থিতিতে মাথাভাঙ্গা পৌরসভা অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে। যার ফলে আগামী সেপ্টেম্বর মাস থেকে কিভাবে এই সমস্ত কর্মীদের বেতন দেওয়া যাবে তা নিয়েও ব্যাপক চিন্তা তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মাথাভাঙ্গা পৌরসভায় মোট 250 জন অস্থায়ী কর্মচারী রয়েছে। পৌরসভার বিভিন্ন প্রকল্পে কাজ করার সুবাদে তাদের সেখান থেকেই বেতন দেওয়া হয়। পৌরসভার নিজস্ব ফান্ড থেকে 60 জন কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় বলে খবর। কিন্তু বর্তমানে লকডাউনের কারণে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না সেই সমস্ত অস্থায়ী কর্মীরা। যার ফলে আগামী দিনে কিভাবে তাদের সংসার চলবে, তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই পৌরসভার পক্ষ থেকে কর আদায় সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়। প্রতিমাসে পৌরসভাকে এর জন্য আড়াই লক্ষ টাকা করে যেতে হয়। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। তাই এমতাবস্থায় কিভাবে সেই সমস্ত কর্মীরা বেতন পাবেন, তা প্রবল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এদিন এই প্রসঙ্গে মাথাভাঙ্গা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কথা প্রশাসক বোর্ডের সদস্য চন্দন দাস বলেন, “করোনা পরিস্থিতিতে আমাদের রাজস্ব আদায়ে একেবারে বন্ধ।

গত কয়েক মাস ধরে পৌরসভার কোষাগার থেকে তহবিলে টান পড়েছে। সেখানে আর টাকা নেই। অস্থায়ী কর্মীদের বেতন আগামী মাস থেকে কি করে দেব, সেটা আমাদের কাছে চিন্তার বিষয়। এই নিয়ে কি করা যায়, তা স্থির করতে আমরা এর মধ্যেই বৈঠকে বসব। বেতন দেওয়া নিয়ে যাতে কোনো জটিলতা না হয়, আমরা সেই চেষ্টা করছি।” সব মিলিয়ে এখন মাথাভাঙ্গা পৌরসভার কর্মচারীদের সংকট মেটাতে কতৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!