এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা কেড়ে নিল হেভিওয়েট বিধায়ককে, শোকপ্রকাশ মমতার!

করোনা কেড়ে নিল হেভিওয়েট বিধায়ককে, শোকপ্রকাশ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দৈনিক আক্রান্তের সংখ্যা নিচের দিকে নামলেও, করোনা ভাইরাসে মৃত্যুলীলা কমছে না কিছুতেই। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি অনেক জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আর এবার 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক জয়ন্ত নস্করের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। যার ফলে শোকের আবহ তৈরি হয়েছে গোটা রাজনৈতিক মহলে। মূলত বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান বিধায়ক। কিন্তু শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা চলছিল এই তৃণমূল বিধায়কের। পরবর্তীতে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তারপরেও বিভিন্ন শারীরিক অসুস্থতা সামনে আসতে শুরু করে। যেখানে তার ফুসফুসে ব্যাপক সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তীতে তাকে ভর্তি করা হয় বেলভিউ হাসপাতালে। কিন্তু এবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

জানা গেছে, অত্যন্ত মিষ্টভাষী ছিলেন জয়ন্ত নস্কর। তৃণমূল কংগ্রেসের তিনবারের বিধায়ক তিনি। প্রথম দিন থেকেই ঘাসফুল শিবিরের সঙ্গে জড়িয়ে ছিলেন এই বর্ষীয়ান নেতা। শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই অত্যন্ত সুসম্পর্ক ছিল তাঁর। তাই তার মত এমন বিদগ্ধ রাজনীতিবিদকে হারিয়ে এখন রীতিমত শোকাহত তৃণমূল কংগ্রেস।

শনিবার তার প্রয়াত হওয়ার খবর সামনে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজনৈতিক মহল। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জয়ন্তবাবুর বিদেহী আত্মার প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

অর্থাৎ করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা নিচের দিকে নামতে শুরু করলেও, বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। নির্বাচন চলাকালীন অনেক প্রার্থী এই করোনা ভাইরাসে প্রয়াত হয়েছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!