এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা, মিউকরমাইসিসের দাপটের আবহে, রাজ্যের উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি সংক্রামক ব্যাধি

করোনা, মিউকরমাইসিসের দাপটের আবহে, রাজ্যের উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি সংক্রামক ব্যাধি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যায় কিছুটা লাগাম পড়ানো সম্ভব হলেও এখনও যাচ্ছে না উদ্বেগ। তার মধ্যেই দেশে চলছে মিউকরমাইসিসের আতঙ্ক। এদিকে আর অল্প কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে বর্ষা। শুরু হয়েছে প্রাক বৃষ্টির মরসুম। আর বর্ষা আসা মানেই বাড়বাড়ন্ত ডেঙ্গির। প্রতিবছর যা রাজ্যবাসীকে বিপদের মুখে ঠেলে দেয়। করোনার আবহে ডেঙ্গির কিভাবে মোকাবিলা করা যায়? সে বিষয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।

প্রতিবছর বর্ষার সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে রাজ্যে। অনেকের ক্ষেত্রে যা প্রাণঘাতী পর্যন্ত হয়ে থাকে। করোনা ভাইরাসের সংক্রমনের আবহে কিভাবে ডেঙ্গি রোধ করা যায়? তা নিয়ে আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিকে গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কিছু বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা চলে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা চলে। তেমনি টিকাকরণ কর্মসূচি বিষয়ে খোঁজ নেয়া হয়েছিল বৈঠকে। ১৮ থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত যারা করোনার সুপার স্পেডার হতে পারেন, দ্রুত তাদের ভাকসিন দেবার কথা জানালেন স্বাস্থ্যকর্তারা। আবার, আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তা কিভাবে রোধ করা যায়? সে বিষয়েও বৈঠকে আলোচনা চলে। রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথীকে কিভাবে ঢেলে সাজানো যায়? সে বিষয় নিয়েও বৈঠকে আলোচনা চলে।

তবে, গত কিছুদিন ধরে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাতে লাগাম পড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৪২৪ জন। অন্যদিকে করোনা থেকে থেকে সুস্থ হয়েছেন ১৭,৭৭২ জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ১৩৭ জনের। প্রায় দেড় মাস সময় পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে পৌঁছালো, যা যথেষ্ঠ স্বস্তিদায়ক। এ প্রসঙ্গে জনৈক বিশেষজ্ঞ জানালেন যে, এটা পরিষ্কার যে, করোনা সংক্রমণ রোধ করতে যে কড়া নিয়ন্ত্রণ বিধি জারি করা হয়েছে, তার ফলে সুফল মিলছে। মানুষের তা মনে রাখা প্রয়োজন। আগামী দিনে মানুষের সংযত আচরণ করোনা সংক্রমনের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢুকতে চলেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তার আগেই প্রাক বর্ষার মরসুম শুরু হয়েছে। বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। আজ দক্ষিণবঙ্গের নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হতে পারে বলে, জানা যাচ্ছে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প রাজ্যে আসছে, যার ফলে চলছে এই বৃষ্টির মরসুম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!