এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার? কি বলছেন মুখ্যমন্ত্রী?

করোনা সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার? কি বলছেন মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে করোনার বাড়বাড়ন্ত, অন্যদিকে বছর শেষের রাত, গঙ্গাসাগর মেলা এবং সর্বোপরি পুরসভা নির্বাচন।সবদিক কিভাবে সামলাবে রাজ্য সরকার তা নিয়ে চলছে ব্যাপক চর্চা। ইতিমধ্যে নতুন করে লকডাউনের কথাও শোনা যাচ্ছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে সম্ভবত কলকাতায় ওমিক্রণের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তার কারণ গতকাল কলকাতার জে 5 জনের শরীরে অমিক্রণ এর সংক্রমণ ধরা পড়েছিল, তার মধ্যে চারজনের ক্ষেত্রে বিদেশযাত্রার কোনো নজির নেই। এবং একইসাথে কোভিডের তৃতীয় ঢেউ বাংলায় আসতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কার্যত সেক্ষেত্রে করোনার দৈনিক সংক্রমণ 35 হাজার পর্যন্ত হতে পারে বলে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে আবার কড়া বিধি-নিষেধ আরোপ করা হবে। তবে তিনি আশ্বস্ত করেছেন আপাতত লকডাউন আর হবেনা বলে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার বারবার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে লকডাউন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতায় কোভিদ সংক্রমণ বেড়েছে ঠিকই কিন্তু বিদেশ থেকে যারা কলকাতায় আসছেন সেখান থেকেই এটা ছড়াচ্ছে তার কেন্দ্রীয় সরকারের এটা দেখা উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমিক্রন প্রসঙ্গে কিছুটা নিশ্চিত থাকছেন। তার কারণ তিনি বলেছেন, ওমিক্রণের সংক্রমণ দ্রুত ছড়ালেও মৃত্যুর হার কম। তাই ভয় পাবার কোন কারণ নেই। তবে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেছেন, প্রত্যেকে যেন করোনা বিধি নিষেধ কড়াভাবে মেনে চলেন এবং মাস্ক ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, এই মুহূর্তে অন্তত রাজ্যে কোন বিধি-নিষেধ আরোপ হচ্ছেনা।

কার্যত এক্ষেত্রে বলা যায়, 22 শে জানুয়ারি যে পুরভোট হবার কথা তা নিয়ম মেনেই হবে। কিন্তু চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারবার বলছেন, করোনা পরিস্থিতি যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে, যদি না এখনো সাবধান হওয়া যায়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই এখন নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!