এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে কি চাপে তৃণমূল! কি বললেন কুনাল ঘোষ!

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে কি চাপে তৃণমূল! কি বললেন কুনাল ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা দিয়েছে। আর তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে বিরোধীরা। যার ফলে আদালতের পক্ষ থেকে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশের কারণে কি কিছুটা হলেও চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস! ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। তবে বিরোধীদের সেই বক্তব্যকে উড়িয়ে পাল্টা যুক্তি সামনে আনলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, কেন্দ্রীয় বাহিনীকে ভয় পায় না তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন আদালতের নির্দেশের পরেই একটি বার্তা দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে ভয় পায় না তৃণমূল কংগ্রেস। এর আগেও বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং তাদের অফিসারদের এনে নানা কান্ডকারখানা করার চেষ্টা হয়েছিল‌। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাই এই সমস্ত কিছুকে তৃণমূল ভয় পায় না।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হলেও তৃণমূল যে তাতে ভীত নয়, তা স্পষ্ট করে দিলেন কুনাল ঘোষ। তবে বিরোধীদের পাল্টা যুক্তি আদালতের নির্দেশকে অগ্রাহ্য করার ক্ষমতা নেই রাজ্যে শাসক দলের। তাই এখন সমস্ত কিছু মেনে নিয়ে বাধ্য হয়েই এই সমস্ত কথা বলতে হচ্ছে তৃণমূল নেতাকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!