এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মহালয়ার সকালেই দুর্গাপূজা নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর! বার্তা রাজ্যপালেরও – জেনে নিন

মহালয়ার সকালেই দুর্গাপূজা নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর! বার্তা রাজ্যপালেরও – জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা পরিস্থিতি যেভাবে সংকটজনক আকার ধারণ করেছে, তাতে আগামী দিনে বাংলার সবথেকে প্রিয় উৎসব শারদোৎসব আদৌ মহাসমারোহে পালন করা সম্ভব হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যেই উৎসবমুখর বাঙালি সংকটের মধ্যেও দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বছরের চারটে দিন যদি এবার তারা আনন্দ করতে না পারে, তাহলে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে।

তাই করোনা পরিস্থিতির মধ্যেও যাতে পুজোতে সঠিকভাবে আনন্দ করা যায়, তার জন্য আশায় বুক বাঁধছে আপামর জনসাধারণ। তবে করোনা পরিস্থিতির কারণে দুর্গাপূজায় কিছুটা কাটছাঁট হলেও, আনন্দ যে মাটি হবে না, তা বারেবারেই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মহালয়ার সকালেও টুইট করে বাংলার মানুষের আশাকে বাড়িয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার মহালয়ার ভোরে পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “করোনার জন্য সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হবে। তবে দেখতে হবে কোভিড যেন দুর্গাপূজার উৎসাহকে দমিয়ে দিতে না পারে। মহালয়ার প্রতিশ্রুতি কেউ দূর্গাপূজার উৎসব থেকে বঞ্চিত হবেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনার দুর্গাপুজো না হওয়া নিয়ে যখন সংশয় তৈরি হয়েছে, ঠিক তখনই মহালয়ার ভোরে দুর্গাপুজোর আনন্দ থেকে কেউ বঞ্চিত হবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর দিনগুলোতে উৎসবমুখর বাঙালির আনন্দে যাতে ভাটা না পড়ে, তার বার্তাই দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। মহালয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “পবিত্র দিনে চলুন সকলে মিলে প্রার্থনা করি, যাতে বিশ্ব থেকে মহামারী দূর হয়। শত্রুর শক্তি নষ্ট হোক। নতুন আশার আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠুক বাংলা।”

বিশেষজ্ঞরা বলছেন, সকলেই চাইছেন বর্তমান সময়ে দূর হয়ে যাক মহামারী। বছরের চারটে দিন শারদোৎসবের আনন্দে মশগুল থাকুক বাংলা। কিন্তু করোনা সংকট সেই সমস্ত কিছুকে সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে মহালয়ার দিন সেই করোনাকে বিদায় জানানোর প্রার্থনাই করতে দেখা গেল রাজ্যের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে প্রশাসনিক প্রধানকে। এখন করোনা ভাইরাসের মোকাবিলার মধ্যে দিয়ে সচেতনতা বার্তা নিয়ে আগামী দিনে শারদোৎসব কতটা আনন্দ মুখর হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!