এখন পড়ছেন
হোম > অন্যান্য > একে করোনায় রক্ষে নেই, তার উপরে চীনের নতুন মারণ ব্যাকটেরিয়া ঘুম ওড়াতে আসছে? জানুন বিস্তারে!

একে করোনায় রক্ষে নেই, তার উপরে চীনের নতুন মারণ ব্যাকটেরিয়া ঘুম ওড়াতে আসছে? জানুন বিস্তারে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরের শুরু থেকেই চীন থেকে করোনার উৎপত্তির খবর পাওয়া গিয়েছিল। ক্রমশ চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা। যার ফলে আন্তর্জাতিক মহলে চীনকে এমনিতেই তথ্য লুকানোর জন্য ব্রাত্য করা হয়েছে। তবে চীন বর্তমানে করোনা পরিস্থিতি সামাল দিতে পেরেছে। কিন্তু অন্যান্য দেশের অবস্থা এখনো তথৈবচ। এই অবস্থায় চীনের জন্য আর একটি দুঃসংবাদ। সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমে একটি ভয়াবহ ব্যাকটেরিয়ার সংক্রমণ শুরু হয়েছে।

জানা গেছে, গত বছর উত্তর-পশ্চিম চীনের গানশু প্রদেশের লানঝৌ শহরে একটি বায়োফার্মাসিটিক্যাল কোম্পানীর ল্যাবরেটরী থেকে ব্রুসেলা নামে একটি ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে যায় কর্মীদের অসাবধানতায়। এবং তারপর থেকেই জানা গেছে,গত কয়েক মাসে এই ব্যাকটেরিয়ার সংক্রমিত হয়েছে তিন হাজারের বেশি মানুষ এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যারা সংক্রামিত হচ্ছেন, তাঁদের মধ্যে পুরুষ রোগীরা বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন বলে চিকিৎসা সূত্রে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে লানঝৌর স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, শহরের 29 লক্ষ বাসিন্দার মধ্যে এখনো পর্যন্ত 21847 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তার মধ্যে 3246 জনের শরীরেই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ব্রুসেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে গৃহপালিত পশু, আর সেখান থেকেই মানুষের মধ্যেও ছড়াচ্ছে এই সংক্রমণ। আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইতিমধ্যেই জানিয়েছে, এই ব্যাকটেরিয়া শরীরে আক্রমণ করলে মাল্টা নামক একটি জ্বর হয়। জ্বর ছাড়াও থাকে মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা এবং অবসাদ।

গৃহপালিত পশু থেকে সংক্রমণ ছড়ালেও মানুষ থেকে মানুষের এই রোগের সংক্রমণ এখনো পর্যন্ত দেখা যায়নি। তাই এই রোগটি ছোঁয়াচে নয় বলা যায়। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, 2019 সালের এই ব্যাকটেরিয়া কাণ্ডের পর গত ফেব্রুয়ারীতে এই কোম্পানি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে তাঁদের আটজন কর্মীকে কঠোর শাস্তি দিয়েছে।তবে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে চীনে। করোনা আতঙ্ক তো ছিলই, তার মধ্যে নতুন করে ব্রুসেলার আতঙ্কে চীনের মানুষ দিশেহারা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!