এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বঙ্গে বর্ষবরণের দিনেই নয়া রেকর্ড করোনার

বঙ্গে বর্ষবরণের দিনেই নয়া রেকর্ড করোনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই একাধিক রাজ্যে তীব্রভাবে বাড়ছে করোনা সংক্রমণ, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। গত সপ্তাহ ধরে প্রতিদিনই তীব্রভাবে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। সেইসঙ্গে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়, গত ২৪ ঘন্টায়, যা যথেষ্ট উদ্বেগজনক। এভাবে নবর্ষের দিনেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও দৈনিক মৃত্যুর রেকর্ড, যা ম্লান করে দিয়েছে বর্ষবরণের আনন্দকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৩৮৭ জন। দৈনিক সংক্রমণের তুলনায় যা অনেকটাই কম। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ২৪ জন মানুষের। সুস্থতার হার যেভাবে কমে এসেছে, তা যথেষ্ট উদ্বেগজনক।

গত ২৪ ঘন্টায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ হাজার ৩৬০ জন বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন রাজ্যের মোট ৩৬ হাজার ৯৮১ জন। আবার গত কিছুদিন ধরে করোনা ভ্যাকসিন এর অভাব দেখা দিয়েছে রাজ্যে। আমরি সহ একাধিক হাসপাতালে ভ্যাকসিন এর অভাবের কারণে ভ্যাক্সিনেশন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আরও বেশি করে ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছিল রাজ্য সরকার। জানা যাচ্ছে আজ রাজ্যে ৫ লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছাবে। করোনা সংক্রমনের মোকাবেলা করতে টিকাকরণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!