এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে কলকাতা পুরভোটে বাজিমাতের অভিনব কৌশল রাজ্য বিজেপির

প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে কলকাতা পুরভোটে বাজিমাতের অভিনব কৌশল রাজ্য বিজেপির

দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 2019 সালের ক্ষমতায় আসার পরই নিজেদের টার্গেটগুলো একের পর এক পূরণ করতে থাকে। যার মধ্যে প্রথমেই কাশ্মীরের 370 ধারা বাতিল করে মাস্টারস্ট্রোক দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে অনেক মানুষ খুশি হলেও বিরোধীদের তরফে এই ঘটনার প্রবল বিরোধিতা জানানো হয়েছে।

তবে বিরোধীরা যাই বলুন না কেন, এবার এই 370 ধারা বিলোপ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। যা পৌরসভা নির্বাচনের আগে বিজেপির হাত অনেকটাই শক্ত করবে বলে দাবি বিশ্লেষকদের।

সূত্রের খবর, কলকাতা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা কাশ্মীরের 370 ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রায় 50,000 চিঠি পাঠাচ্ছেন।

জানা গেছে, এর জন্য উত্তর কলকাতার কালাকার স্ট্রিটে একটি ক্যাম্প তৈরি করে সেখানে একটি ডাকঘর বসানো হয়েছে। যেখানে সকলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে চিঠি ফেলতে পারবেন। আর সেই চিঠি পৌঁছে যাবে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে বঙ্গ বিজেপির তরফে সেই 370 ধারা বিলোপের সমর্থনে আরও একধাপ প্রচার করার কাজ করা হবে। তবে একাংশের মতে, বিজেপি এবং নরেন্দ্র মোদী দুজনেরই লক্ষ্য দেশপ্রেমের জিগির তোলা।

আর কলকাতা পৌরসভা নির্বাচনের আগে যে টার্গেট বিজেপি নিয়েছে, সেই টার্গেট পূরণ করতে সবথেকে বড় কর্পোরেশন কলকাতা পৌরসভা দখল করার জন্য সেই কলকাতা থেকেই এই 370 ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!