এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাটমানি ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন নেত্রী, বিজেপিকে দিলেন পাল্টা

কাটমানি ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন নেত্রী, বিজেপিকে দিলেন পাল্টা

আজ ২১ সে জুলাই এর সভা মঞ্চ থেকে কাটমানি প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটে খারাপ ফল করার পর দলের নেতাদের উদ্দেশ্যে কাটমানি ফেরত দিন বলে নির্দেশ দিয়েছিলেন। আর এর পরেই রাজ্যে নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। অনেকে ফেরত ও পান টাকা। আর সেই বিক্ষোভ অব্যাহত।

কিন্তু এদিন সেই কাটমানি ফেরত দিন প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেত্রী। তিনি এদিন জানালেন তাঁর কেটে অন্যপি মানে করা হয়েছে। রাজ্যের ভাল হোক। এই চিন্তা করেই কাটমানি না নেওয়ার কথা বলেছিলেন তিনি কিন্তু তাঁর কটাকে হাতিয়ার করে বিজেপি গ্রামে গ্রামে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে চড়াও হতে শুরু করে। যা সংসদে পর্যন্ত গড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সমাবেশ থেকে তিনিদাবি করেন, ‘‌সরকারি প্রকল্প যাতে প্রত্যেকের কাছে পৌঁছয়, তার জন্য মহত্‍ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’

এদিন তিনি তৃণমূল কর্মীদের বলেন এবার বিজেপি নেতাদের বাড়ি গিয়ে উজালার কাটমানির হিসাব দাও। গ্যাস ডিলারের কাটমানি ফেরত দাও। এরপর বিজেপি নেতাদের উদেশ্যে বলেন, ‘‌উজ্জ্বলা যোজনার কাটমানির হিসেব দাও গামছাবাবু। উজ্জ্বলার নামে বাঁকুড়ায় কাটমানি নিয়েছে। উত্তরপ্রদেশে মারা গেলে এনকাউন্টার। বাংলায় মারা গেলে রাজনৈতিক হিংসা। চোরের মায়ের বড় গলা। ইন্দিরা জয় সিংয়ের জন্য বিদেশ মুদ্রার নিয়ে মামলা হয়। নিজেদের জন্য সেটা হয়নি।’‌

তাঁর দাবি, ‘‌উজালা মামলার তদন্ত হোক। এটা নিয়ে কাটমানি নিয়েছে বিজেপি। আমার কাছে খবর আছে। নির্বাচনের খরচ কোথা থেকে এল?‌ জবাব চাই জবাব দাও। ব্ল্যাকমানি, কাটমানির জবাব দাও। বিদেশি তহবিল কত পেয়েছো?‌ জবাব দিতে হবে।’‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!