সবং উপনির্বাচন নিয়ে কি বলছেন মুকুল রায়, দিলীপ ঘোষ? বিশেষ খবর রাজ্য December 22, 2017 গতকাল হয়ে গেল সবং বিধানসভা উপনির্বাচন। মতের উপর সারাদিন নিরুত্তাপ ভোট হলেও একাধিক অভিযোগ জমা পড়েছে বিরোধীদের থেকে। কংগ্রেস-সিপিআইএম-বিজেপি একযোগে জানিয়েছে, কোথাও বিরোধীদের ভোট দিতে না দিয়ে বুথ জ্যাম করে দিয়েছে শাসকদলের কর্মীরা, কোথাও বিরোধী এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে বুথ থেকে, কোথাও বা সিসিটিভি বন্ধ করে ছাপ্পা মেরেছে শাসকদলের কর্মীরা। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য বেশিরভাগ বুথেই পুনর্নির্বাচন দাবি করেছেন। সব থেকে বড় কথা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন শাসকদলের কর্মীরাই। সবংয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতা অমূল্য মাইতি দাবি করেছেন, দলের একদম আদিকাল থেকে থাকা প্রায় ৪০ জন কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে ভোটের আগেরদিন রাত্রে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ মানস ভূঁইয়া। এই পরিপ্রেক্ষিতে সবং উপনির্বাচন নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। তিনি বলেন, গণতন্ত্রের নামে সবংয়ে প্রহসন হয়েছে, বহু জায়গায় মানুষ ভোট দিতে পারেননি। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে মুকুল রায়ের সুরে সুর মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,ভোটে সর্বত্র সন্ত্রাস করেছে তৃণমূল। আপনার মতামত জানান -