এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – সামনে এল ডিএ মামলার রায়, বড়সড় জয় সরকারি কর্মচারীদের জন্য

BREAKING NEWS – সামনে এল ডিএ মামলার রায়, বড়সড় জয় সরকারি কর্মচারীদের জন্য


আজ বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় দিল স্যাট। আর এর ফলে বড়সড় জয় পেলো রাজ্য সরকারি কর্মীরা। জানা যাচ্ছে সরকারি কর্মীদের সমস্ত দাবিদাওয়া মেনে নিয়ে এদিন সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েই কর্মীদের পক্ষেই রায় দেয় স্যাট। মামলাকারী দুই সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ ও ইউনিটি ফোরাম, যে তিনটি মূল দাবি রেখেছিল, তিনটিই আজ মেনে নিল স্যাট। অর্থাৎ, কেন্দ্রীয় হারে ডিএ, সিপিআই মেনে ডিএ ও বকেয়া ডিএর জন্য এরিয়ার।

এদিন এক ঐতিহাসিক রায়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল জানায় –
১. ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা সিপিআই (সেন্ট্রাল প্রাইস ইনডেক্স) অনুযায়ীই পাবেন
২. সিপিআই অনুযায়ী ২০০৬ সাল থেকে এই ডিএ দিতে হবে
৩. কেননা রোপা আইন অনুযায়ী রাজ্য সরকার মেনে নিয়েছিল সিপিআই মেনে কেন্দ্রের হারে বছরে দুবার করে ডিএ দেওয়া হবে
৪. ফলে কর্মচারীদের এক্ষেত্রে এরিয়ার দিতে হবে ২০০৬ সাল থেকে
৫. এই এরিয়ার রাজ্য সরকারকে আগামী ১ বছরের মধ্যেই দিতে হবে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. কিন্তু ১ বছরের আগেই যদি নতুন পে-কমিশন ঘোষণা হয়, তাহলে তার আগেই এই এরিয়ার মিটিয়ে দিতে হবে
৭. আগামী তিন মাসের মধ্যে এই সংক্রান্ত জিও প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে
৮. দিল্লি ও চেন্নাইয়ের বঙ্গভবনে কাজ করা বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা যে কেন্দ্রীয় হারে ডিএ পান – তা জাস্টিফায়েড নয়
৯. যেহেতু সকলেই একই রাজ্য সরকারের অধীন কর্মী এবং তাঁদের কর্মে যোগদান থেকে কর্ম থেকে অবসর পর্যন্ত সমস্ত কিছু একই হারে হয়, তাই শুধুমাত্র ডিএর ক্ষেত্রে বৈষম্য – আইনত অনৈতিক
১০. তাঁদের ক্ষেত্রে আলাদা কোনো অ্যালাউন্স দিতে পারে রাজ্য সরকার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!