এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশেষ পুরস্কার বিশেষ সাড়া – আগামী বছর দুর্গাপুজোতেই ডেঙ্গু রাখার অভিনব পরিকল্পনায় পৌরসভা

বিশেষ পুরস্কার বিশেষ সাড়া – আগামী বছর দুর্গাপুজোতেই ডেঙ্গু রাখার অভিনব পরিকল্পনায় পৌরসভা

ডেঙ্গু নিয়ে সদা সতর্ক কলকাতা পুরসভা। অতীতে বহুবার বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিট দিয়েছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। টিটি ডেঙ্গু আটকাতে শুধু সারপ্রাইজ ভিজিট দিলেই যে হবে না তা ভালই বুঝতে পেরেছিলেন তিনি। আর তাইতো শারদ উৎসবে স্বাস্থ্যবান্ধব পরিবেশের জন্য একটি পুরস্কারেরও ঘোষণা করেছিল কলকাতা পৌরসভা। আর এই উদ্যোগে যে অনেকটাই লাভ হয়েছে এবং প্রতিটি পুজো মন্ডপে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা শিবির গড়ে উঠেছে তা মানছেন পুরকর্তারাও।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে শহর এবং শহরতলীর বেশ কয়েকটি পুজো মন্ডপের উদ্যোক্তারা স্বাস্থ্যবান্ধব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের মন্ডপ চত্বরে যেমন জল জমা না করার ব্যাপারে সতর্ক ছিল ঠিক তেমনি এই ডেঙ্গু সম্পর্কে পাড়ায় পাড়ায় যথেচ্ছ প্রচার করেছে। আর তাই এই কাজের জন্য এবার মোট 54 টি পুজো কমিটিকে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান পুরস্কারে ভূষিত করবে কলকাতা পৌরসভা।

জানা গেছে, আগামী নভেম্বর মাসে রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। তবে এবছর ডেঙ্গু নিয়ে পুজো কর্তৃপক্ষের মধ্যে এহেন সচেতনতা শিবির গড়ে ওঠায় পরবর্তী বছর থেকে পুরস্কার প্রাপকের সংখ্যা কিভাবে বাড়িয়ে তোলা যায় সেই ব্যাপারে এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করেছে পুর কর্তৃপক্ষ।

এদিন এ প্রসঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, “আমরা আগামী বছর পুরস্কার প্রাপক পুজো কমিটির সংখ্যা যেমন বাড়াবো ঠিক তেমনি কোর কমিটি কেমন কাজ করছে তার নজরদারিও শুরু করব। আগামী আগস্ট মাস থেকেই এই কাজ শুরু হবে বলে জানান তিনি। অন্যদিকে কলকাতা পুরসভার কপাল থেকে ডেঙ্গু নিয়ে আশঙ্কার মেঘ এখনই উড়ছে না।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কেননা এখনো শহরের অধিকাংশ প্যান্ডেলই খোলা হয়নি। আর এরইমধ্যে গোদের উপর বিষফোঁড়া হিসেবে আবহাওয়া দপ্তর নির্দেশ দিয়েছে যে কালীপুজোর আগে ফের বৃষ্টিপাত হতে পারে। ফলে প্যান্ডেল খোলার আগেই ফের বৃষ্টি হলে মণ্ডপ চত্বরে জমা জল থেকে সৃষ্টি হতে পারে ডেঙ্গুর লার্ভা। তাই এখন থেকেই প্রতিটি মন্ডপ চত্বরে ওয়ার্ড সেন্টার এবং স্বাস্থ্য বিভাগের অ্যাকশন টিমকেও থাকার নির্দেশ দিচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্যদপ্তর। সব মিলিয়ে ডেঙ্গু আটকাতে এবার পুরস্কারই ভরসা কলকাতা পুরসভার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!