এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেশে হুহু করে বাড়ছে বেকারত্ব, প্রধানমন্ত্রী ব্যস্ত ময়ূর নিয়ে! ক্ষোভ উগরে দিলেন নুসরত জাহান

দেশে হুহু করে বাড়ছে বেকারত্ব, প্রধানমন্ত্রী ব্যস্ত ময়ূর নিয়ে! ক্ষোভ উগরে দিলেন নুসরত জাহান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আবারো বিজেপিকে নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। কিছুদিন আগে বিজেপির একুশের ভোটের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যাঙ্গের তীরে বিঁধেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে দেখা গেছিল দূরবীনে চোখ রাখা প্রধানমন্ত্রীর এক ছবি। সেই ছবি পোস্ট করে তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের জন্য বিজেপির মুখ্যমন্ত্রী পদে মনোনয়নের ব্যক্তি খোঁজা আর এই ছবি বর্তমানে একই। সেই নিয়ে অভিনেত্রীকে কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি। তবে আবারো সেই একই পথে হাঁটলেন নুসরত জাহান।

সম্প্রতি প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ূরের সঙ্গে তাঁর নানা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কখনও তাদের খাওয়াতে দেখা গিয়েছে আবার কখনও বা সবুজ ঘাসে পেখম মেলা নৃত্যরত ময়ূরের পাশে দেখা গিয়েছে তাঁকে। যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। আর সেই প্রসঙ্গে টেনে এনেই এবার দেশে বেকারত্বের হার নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট না করে বেকারদের জন্য কর্মসংস্থানের দিকে নজর দিলে বোধহয় ভালো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে এই করোনা পরিস্থিতিতে দেশে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের সংখ্যা। একাধিক কম্পানি তার ঝাঁপ বন্ধ করেছে। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানি থেকে ছাটাই হয়েছে অসংখ্য মানুষ। অন্যদিকে ব্যবসা প্রায় লাটে উঠেছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। যুবপ্রজন্মের প্রায় ৪১ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। ফলত তরুণ প্রজন্মের মধ্যে হতাশা, অবসাদ বাসা বাঁধছে। দেশের প্রান্তিক অঞ্চলেও কাজ নেই। তাই অর্থনীতিবিদদের মতে এখনই কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো সঙ্গীন সময় আসতে পারে।

বর্তমানে চলতে থাকা দেশের এমন পরিস্থিতির কথা তুলেi এই প্রতিবাদ করেছেন অভিনেত্রী সাংসদ। তাঁর কথায় যেখানে দেশের এতজন মানুষ বেকার বসে রয়েছেন, সেখানে তাঁর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাষণ আদৌ কি কোন কাজে লাগবে। প্রধানমন্ত্রীর উচিত এ সময় নিজের জীবনে ব্যস্ত না থেকে, দেশের হয়ে দশের হয়ে কাজ করার। তাই শুধু মুখে ভাষণ না দিয়ে আদপে সাধারণ মানুষের সুবিধার্থে তাঁর উচিত নতুন কিছু করা। উপরন্তু করোনা পরিস্থিতিতে নতুন করে সরকারি নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় সমস্যায় পড়েছেন বহু চাকরিপ্রার্থী। তবে আপাতত বিরোধীমহল থেকে এই কথার প্রতিবাদে কোনো জবাব পাওয়া যায়নি বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!