এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > থিকথিকে ভিড়ের মাঝে মাস্ক ছাড়াই দিলীপ! দূরত্ববিধি শিকেয় তুলে বড়সড় প্রশ্নের মুখে বিজেপি!

থিকথিকে ভিড়ের মাঝে মাস্ক ছাড়াই দিলীপ! দূরত্ববিধি শিকেয় তুলে বড়সড় প্রশ্নের মুখে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস এখন বাংলার মাটিতে ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। প্রতি সপ্তাহে দুদিন বেছে নিয়ে লকডাউন করা হচ্ছে। বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তাই এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মানার জন্য সকলকেই আবেদন জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে এতদিন যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজ্য সরকার সঠিকভাবে লকডাউন পালন করছে না, এবার সেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সামাজিক দূরত্ববিধি অমান্য করে মাস্ক ছাড়াই প্রয়াত বিধায়কের স্মরণ সভায় উপস্থিত হতে দেখা গেল। স্বভাবতই বিজেপির রাজ্য সভাপতি আচরনে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, শনিবার হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রায় 12 মিনিট বিধায়কের বাড়িতে থাকার পর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে যেখানে বিধায়কের মৃতদেহ উদ্ধার হয়, সেখানে পৌঁছন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এখানে প্রচুর জনসমাগম হলেও বিন্দুমাত্র দূরত্ব বিধিকে না মেনে মাস্ক না পড়ে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। পরবর্তীতে কালীবাড়ি এলাকায় প্রয়াত বিধায়কের স্মরণসভায় যোগ দিতে দেখা যায় দিলীপ ঘোষকে। মাইক্রোফোন হাতে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তিনি। কিন্তু এখানেও সেই একই অবস্থা। বিন্দুমাত্র সচেতনতা দেখা যায়নি তার মধ্যে। স্বাভাবিক ভাবেই যেখানে করোনাভাইরাস হু হু করে বাড়তে শুরু করেছে, যেখানে সকলকে বলা হচ্ছে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন, সেখানে কেন দিলীপ ঘোষের এই অনুষ্ঠানে তা মানা হল না, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের অসচেতনতার এই সমস্ত ছবি পোস্ট করা দেখে সমালোচকরা কড়া ভাষায় আক্রমণ জানাতে শুরু করেছেন। তাদের বক্তব্য, সত্যিই কি নেতারা মানুষের ভালো চান? যদি তারা ভালই চান, তাহলে কেন এইভাবে জনসমাগম করে বিন্দুমাত্র সচেতনতা পালন না করে তাদের শামিল হতে দেখা গেল? সব মিলিয়ে এবার বিধায়কের স্বরণসভায় গিয়ে দূরত্ববিধি না মানায় প্রবল বিতর্কে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!