এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দিলীপ ঘোষের পরিবারই নাকি স্বাস্থ্যসাথীর অংশীদার, তীব্র জল্পনা রাজ্যজুড়ে

দিলীপ ঘোষের পরিবারই নাকি স্বাস্থ্যসাথীর অংশীদার, তীব্র জল্পনা রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে রাজ্যে শুরু করেছেন ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। ইতিমধ্যেই এই দুটি পরিকল্পনা ব্যাপকভাবে সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। পাশাপাশি বেড়ে চলেছে গেরুয়া শিবিরের আক্রমণ। এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প নিয়ে করে গেছেন তীব্র কটাক্ষ। কিন্তু এবার দিলীপ ঘোষের পরিবারেই দেখা গেল অন্য ছবি। কেন্দ্রের ‘আয়ুষ্মান প্রকল্প’ নিয়ে গেরুয়া শিবির প্রচার চালালেও বাংলায় যে তা বিশেষ জনপ্রিয় হয়নি তা পরিষ্কার। আর এবার দিলীপ ঘোষের ছোটভাই হীরক ঘোষ এবং তাঁর আরেক খুড়তুতো ভাই সুকেশ ঘোষের পরিবার কিন্তু বাংলার অন্যতম প্রকল্পের সঙ্গী হলেন।

সম্প্রতি গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষসহ বিজেপির ছোট-বড় প্রায় সব নেতাই বলে চলেছেন স্বাস্থ্য সাথী কার্ডে সেরকম কোনো সুবিধা মিলবে না। এতে কিন্তু রাজ্যবাসী অনেকের মনেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি তৃণমূলের। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, মুখে যাই বলুক না কেন, বিজেপি নেতাদের পরিবারের লোকজন কিন্তু ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করানোর দিকেই বেশী আগ্রহী। আর তা প্রথম বোঝা গিয়েছিল ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি সুখময় শতপথীর পরিবার এই প্রকল্পে নাম লেখানোয়। ঠিক তেমনই এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবারের সদস্যরাও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করলেন।

প্রসঙ্গত হীরক ঘোষ দিলীপ ঘোষের রক্তের সম্পর্ক হওয়ার সাথে সাথে গোপীবল্লভপুর 2 মন্ডল বিজেপি সভাপতি। দিলীপ ঘোষের আর এক খুড়তুতো ভাই সুকেশ ঘোষ বিজেপির জেলা সহ-সভাপতি। খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসাথী নিয়ে যখন রাজ্যের গেরুয়া শিবির করে চলেছে ব্যাপক সমালোচনা, ঠিক সেসময় বিজেপি নেতাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইন দেওয়া শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল হইচই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জানা গেছে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে তাঁর ছোটভাই, তাঁর স্ত্রী, তাঁদের ছেলে এবং দিলীপ ঘোষের মা সহ তাঁর খুড়তুতো ভায়ের পরিবারের প্রত্যেকেই স্বাস্থ্যসাথীর কার্ড ইতিমধ্যেই হাতে পেয়েছেন। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিজের ভাই হীরক ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড তিনি হাতে পেলেও এখনো পর্যন্ত তা কাজে লাগেনি। পাশাপাশি সুকেশ ঘোষও দাবি করেছেন, বাড়ির সবাই স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার জন্য জোরজবরদস্তি করেছিল তাই তিনি আবেদন করেছিলেন।

পাশাপাশি দেখা যাচ্ছে, গেরুয়া শিবিরের নেতারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের যেখানে তীব্র সমালোচনা চালায়, তাঁদের পরিবার কিন্তু ভরসা রাখছে রাজ্য সরকারের ওপর। যা নিয়ে গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের সইতে হচ্ছে তৃণমূল শিবিরের তীব্র কটাক্ষ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু থেকেই জানিয়ে দিয়েছিলেন, দলমত নির্বিশেষে প্রত্যেকেই যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান সেদিকে নজর রাখা হবে। আর তাই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে গিয়েছে দলমত নির্বিশেষে সবার কাছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!