এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের পর হেভিওয়েট সাংসদের তোপের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়, তীব্র ব্যঙ্গ-বিদ্রুপে হলেন বিধৃত

দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের পর হেভিওয়েট সাংসদের তোপের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়, তীব্র ব্যঙ্গ-বিদ্রুপে হলেন বিধৃত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর ভোটের আগে দলে আসা একাধিক নেতা নেত্রী তাঁদের পুরনো দলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করছেন। অনেকে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবার অনেকে দলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল টুইট করে জানিয়েছিলেন যে, সমালোচনা অনেক হয়েছে। জনগণের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে বারবার দিল্লি ৩৫৬ ধারার ভয় দেখালে, মানুষ তা ভালোভাবে নেবেন না। সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনা ও ঘূর্ণিঝড় যশে বিপর্যস্ত মানুষের পাশে থাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই টুইট প্রকাশের পর থেকেই তাঁর দলবদলের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবল কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানালেন, তৃণমূলে চলে গেলে কুকুরের মতো তাঁকে থাকতে হবে। যাদের মেরুদন্ড নেই, তাঁরা তৃণমূল কংগ্রেসে গিয়ে কুকুরের মত থাকবেন। তিনি জানান, ৪২ হাজার ভোটে হারার পর এখন এসব মনে পড়ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

বিজেপির ৪২ জনের বেশি কর্মীর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চুপ থাকার অর্থ হল, শাসকদল তৃণমূলকে সমর্থন জানানো। কেন্দ্রীয় সরকার সবার জন্য বিনামূল্যে ভ্যাকসিন, অক্সিজেন ও সবরকম সাহায্য করছে। যশের ক্ষতিপূরণের জন্য প্রধানমন্ত্রী নিজে এসেছেন, ৪০০ কোটি টাকা দেয়া হয়েছে রাজ্যকে।

অন্যদিকে, দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের পর সাংসদ সৌমিত্র খাঁর তোপের মুখে যেমন পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তেমনি এবার তাঁর নামে মীরজাফর লেখা পোস্টার দেখা গেল ডোমজুড়ে। আজ সকালে ডোমজুড়ের সলপ এলাকায় বেশ কিছু পোস্টার দেখা যায় তাঁর বিরুদ্ধে। যেখানে লেখা রয়েছে, বাংলায় ও ডোমজুর এলাকায় মীরজাফর, গদ্দারদের কোন স্থান নেই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোনভাবেই যেন দলে না ফেরানো হয়। অভিযোগ করা হয়েছে, মন্ত্রিত্ব পাবার পর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দলের সঙ্গে তিনি গদ্দারি করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!