এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দরজা ভাঙলো মমতার পুলিশ, মেদিনীপুরে গ্রেফতার বিজেপি নেতা! তুঙ্গে বিতর্ক!

দরজা ভাঙলো মমতার পুলিশ, মেদিনীপুরে গ্রেফতার বিজেপি নেতা! তুঙ্গে বিতর্ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মেদিনীপুরের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অত্যাচার বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। শুভেন্দু অধিকারী থেকে হিরন চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক, বেছে বেছে বিজেপি নেতাদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। আর সেই জায়গায় দাঁড়িয়ে খড়্গপুরের এক বিজেপি নেতার বাড়িতে রীতিমতো দরজা ভেঙে ভেতরে ঢুকলো পুলিশ। পরিবারের তরফে এমনটাই অভিযোগ করা হচ্ছে।

সূত্রের খবর, এদিন খড়গপুর 2 নম্বর মন্ডল বিজেপির সভাপতি তারকেশ্বর ওরাওয়ের খোঁজে তার বাড়িতে পৌছে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, রীতিমত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। আর তারপরেই গ্রেপ্তার করা হয় এই বিজেপি নেতাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিজেপির আর এক কর্মীকে মারধরের কারনেই তারকেশ্বর ওরাওকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভোটের আগে কেন পুলিশের এই তৎপরতা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যেখানে সারা বছর তৃনমূল নির্যাতন করলেও পুলিশের ঘুম ভাঙে না, সেখানে ভোটের আগে একটি মিথ্যা অভিযোগে পুলিশের এই গ্রেপ্তারি বিজেপিকে ভয় দেখানো বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!