এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্দান্ত আপডেট, সময়ের আগেই ভারতে আসতে চলেছে করোনার ভ্যাকসিন

দুর্দান্ত আপডেট, সময়ের আগেই ভারতে আসতে চলেছে করোনার ভ্যাকসিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে নিত্যদিন তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় প্রতিষেধক বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইতিমধ্যেই প্রতিষেধকের জন্য নানান কর্মযজ্ঞ শুরু করেছে। কিন্তু ভারতও পিছিয়ে নেই। দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে করোনার প্রতিষেধক। এই অবস্থায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে একটি পোর্টাল লঞ্চ করা হলো বলে জানা গেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য এই পোর্টালে পাওয়া যাবে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন এই কথা। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, 2021 এর প্রথম দিকেই আসতে পারে করোনার প্রথম ভ্যাকসিন। ইতিমধ্যেই দেশে তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে জানা গেছে। অন্যদিকে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল গত 100 বছরের টাইমলাইন এদিন প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন আইসিএমআর এর গবেষকদের অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ভারতে ইতিমধ্যে করোনা সংক্রমণ প্রায় 60 লক্ষ পেরিয়ে গিয়েছে। গত 24 ঘণ্টায় নতুন করে 82 হাজার 170 জন আবার করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, আক্রান্তের থেকে সুস্থতার পরিমাণ বেড়ে গিয়েছে। তবে আশঙ্কার দোলাচলের মধ্যেই আশার কথা শুনিয়েছে আইসিএমআর। তাঁরা জানিয়েছে, খুব দ্রুতই ভারতে আসতে চলেছে করোনার প্রথম ভ্যাকসিন, বলা যেতে পারে সময়ের আগেই। করোনার প্রকোপ অত্যন্ত বেশি বলে জানা যায়।

এবং বিপুল সংখ্যায় মানুষ এই রোগে আক্রান্ত, তাই বিশেষ ভিত্তিতে করোনার ভ্যাকসিনের অনুমোদন দিতে চলেছে আইসিএমআর। আপাতত এই সিদ্ধান্তে রীতিমতো স্বস্তিতে ভারতীয় জনগণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিন নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাই পাকাপাকিভাবে এখনো নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছেনা কবে করোনার ভ্যাকসিন আসবে! তবে সে ক্ষেত্রে আইসিএমআর এর দাবির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের দাবি যদি সত্যি হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে ভারতবাসীর জন্য এটি একটি অত্যন্ত সুখবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!