এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার আরও বড় দুর্নীতিতে ফাসতে চলেছে তৃনমূল! মন্ত্রী হয়েই সিবিআইকে চিঠি সুকান্তর!

এবার আরও বড় দুর্নীতিতে ফাসতে চলেছে তৃনমূল! মন্ত্রী হয়েই সিবিআইকে চিঠি সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে মিড ডে মিলের দুর্নীতিতেও বর্তমানে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। কিন্তু এখনও পর্যন্ত কতদূর সেই তদন্ত এগোলো, কি পরিস্থিতি সেই তদন্তের, তা জানতে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই দপ্তরের আধিকারিকদের সিবিআইকে চিঠি লেখার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার। যার ফলে একাংশ মনে করছেন, এবার মিড ডে মিল দুর্নীতিতে আরও বড় মাত্রায় ফাঁসতে চলেছে এই রাজ্যের শাসক দল।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথম রাজ্যে পা রাখেন সুকান্ত মজুমদার। আর সেখানেই বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয় যার। মধ্যে ছিল মিড ডে মিল দুর্নীতির প্রসঙ্গ। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন আসতেই বড় মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর মিড ডে মিলে দুর্নীতি নিয়ে সিবিআই যে তদন্ত করছে, তা কতদূর এগিয়েছে, তার জন্য আধিকারিকদের নিয়ে বসেছিলাম। তাদেরকে বলেছি যে, আপনারা সিবিআইয়ের কাছে চিঠি লিখে জানতে চান যে, এই তদন্ত কতদূর এগিয়েছে এবং যদি না এগিয়ে থাকে, তাহলে কেন এগোলো না? সেই বিষয়েও অনুসন্ধান করতে হবে।”

অর্থাৎ এবার মিড ডে মিলের দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের শাসক দলকে যে আরও বড় মাত্রায় চেপে ধরতে চলেছন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তা তার এই বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট। যার ফলে নতুন করে দিশেহারা হয়ে যাওয়ার জোগাড় তোলামূলের নেতাদের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!