এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার শিশু পাচার চক্রে নাম জড়াল তৃণমূল নেতার, ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে

এবার শিশু পাচার চক্রে নাম জড়াল তৃণমূল নেতার, ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাঁকুড়ার স্কুল থেকে শিশু পাচারের ঘটনায় সামনে এসেছে স্কুল শিক্ষিকা এবং অধ্যক্ষের নাম। কার্যত এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তরা পুলিশের হাতে ধরা পড়েছে। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। কিন্তু তার মধ্যেই আরো একটি চাঞ্চল্যকর খবর সামনে এলো। কার্যত এবার শিশু পাচার চক্রের ঘটনায় নাম জড়িয়ে গেল রাজ্যের শাসকদলের। অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় তৃণমূল নেতা এই শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত। তাঁদেরকে ফাঁসানো হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রিন্সিপাল অভিযুক্ত  কে কে রাজোরিয়া ও শিক্ষক সতীশ কুমার সহ বেশ কয়েকজনকে সিআইডি হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তার মধ্যেই এই বিস্ফোরক অভিযোগ সামনে আসায় এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশের ভ্যান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্তরা নাম করেন এলাকার তৃণমূল নেতার এবং দাবি করেন, তাঁদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। শনিবার শিশু পাচারের ঘটনায় অভিযুক্ত  তিন মূল অভিযুক্ত কে কে রাজোরিয়া, সতীশ কুমার এবং স্বপন কুমার দত্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছিল। সেখান থেকে 5 দিনের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্তদের। বিগত কয়েক দিন ধরেই বাঁকুড়ার স্কুল থেকে শিশু পাচার হওয়ার ঘটনা সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। পাশাপাশি এই স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকদের যোগ ব্যাপারটিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

সূত্রের খবর, জেলা পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। দায়িত্ব নিয়েছে এবার সিআইডি। এই ঘটনার তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তারের জন্য বাড়তি দায়িত্ব পেয়েছে তাঁরা। শুক্রবার থেকেই সিআইডি তদন্তে নেমে পড়েছে। এদিন বাঁকুড়ার কালাপাথর এলাকায় গিয়ে পুলিশি হেফাজতে থাকা ধৃতদের ইতিমধ্যেই জেরা করা হয়েছে। অন্যদিকে শনিবার অভিযুক্তদের সিআইডি হেফাজতে নেওয়া হলো। জানা যাচ্ছে, দ্রুত জিজ্ঞাসাবাদ শেষ করে ঘটনার পুনঃ নির্মাণ করে তদন্ত শেষ পর্যায়ে পৌঁছাতে চাইছে সিআইডি আধিকারিকরা। কিন্তু তার মধ্যে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির নাম এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালত থেকে পুলিশের ভ্যানে ওঠার সময় কে কে রাজোরিয়া এবং সতীশ কুমার এই ঘটনার পেছনে বাঁকুড়ার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সন্দীপ বাউরী যুক্ত আছে বলে দাবি করেন। এক্ষেত্রে বলা হয়, সন্দীপ বাউরী বারংবার তাঁদের কাছে বিভিন্ন দাবি করেন। সেই দাবি না মানার কারণে চক্রান্ত করে তাদের ফাঁসানো হয়েছে। প্রসঙ্গত এই জলপাইগুড়িতেই বেশ কয়েকবছর আগে শিশু পাচার চক্রে নাম জড়িয়েছিল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।

কার্যত সেই সময় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই শিশু পাচার চক্রে এবার তৃণমূল নেতার নাম ওঠায়ীই ঘটনার সাথে রাজনৈতিক যোগ নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি উঠেছে। আপাতত সিআইডির তদন্তে নতুন কোন সূত্র সামনে আসে কিনা সেদিকে নজর সবার। পাশাপাশি এই শিশু পাচারের সঙ্গে আদৌ কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সন্দীপ বাউরী এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!