এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের বিজেপি থেকে তৃণমূলে যোগদান, বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির

ফের বিজেপি থেকে তৃণমূলে যোগদান, বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির

2019 এর লোকসভা ভোটের পরে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা গেছিল, ইদানিং তাতে বেশ ভাটা লক্ষ্য করা যাচ্ছে। লোকসভা ভোটে তুলনামূলকভাবে ভালো ফল করার পর শাসকদল থেকে বহু নেতাকর্মী বিজেপিতে যোগ দেয়। বিজেপি সফল হয় তৃণমূল গড়ে ভাঙন ধরাতে। এই ঘটনায় তৃণমূল দল যথেষ্ট অস্বস্তিতে পড়ে। কিন্তু বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান পর্ব মিটতেই কিছুদিনের মধ্যেই আবার বিজেপি থেকে ‘ঘর ওয়াপসি’ শুরু হয় তৃণমূলে। এ ঘটনায় রীতিমতো চিন্তিত বিজেপি দল। দলীয় শিবিরে এ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে।

এবার ফিরে আসার পালা শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই আবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে হাওড়াতেও। এদিন হাওড়ার বাগনানের দেউলটিতে বিজেপির এনআরসি নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। এই প্রতিবাদসভাতেই কিছুদিন আগেই বিজেপিতে যোগদান কারী তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা দলে দলে আবার তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে।

এদিন পুনরায় দলবদলকারীদের আবার দলে স্বাগত জানিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন হাওড়া গ্রামীণ তৃণমূলের সভাপতি পুলক রায়। তৃণমূলের তরফ থেকে দলবদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুলশন মল্লিক, সমীর পাঁজা এবং রাজা সেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্হানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, 2019 এর লোকসভা ভোটের পর তৃণমূলের কোণঠাসা অবস্থা দেখে বাগনানের শরৎ ও ওরফুলি গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার খানেক বাসিন্দা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, এঁরা বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। তৃণমূল নেতা পুলক রায়ের দাবি, বিজেপিতে গিয়ে সংখ্যালঘুরা সেই অর্থে কোন রকম সুবিধা পাননি। বরং অসুবিধার সম্মুখীন হয়েছেন। দলীয় কার্যকলাপে বারংবার বাধা পেয়েছেন তাঁরা। তাই তাঁরা আবার পুরনো দলে ফিরে এসেছেন।

এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপি দলের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, দলীয় স্তরে গেরুয়া শিবিরে এক অস্বস্তির সূত্রপাত হয়েছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে গেরুয়া শিবিরে। এই ঘটনাকে আটকাতে বিজেপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকে এবার নজর রাখবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!