এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বেসরকারিকরণের কোপে পড়তে চলেছে দেশের এই রাষ্ট্রায়ত্ত সংস্থা

এবার বেসরকারিকরণের কোপে পড়তে চলেছে দেশের এই রাষ্ট্রায়ত্ত সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০২০ সালে করোনা সংক্রমনের কারণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দেশের অর্থনীতিতে। একেবারে মুখ থুবরে পড়ে দেশের অর্থনীতি। সরকারি কোষাগার প্রায় শূন্য হবার পথে চলে যায়। এই পরিস্থিতিতে ভেঙেপড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে একটি হলো কিছু সরকারি সংস্থার বেসরকারিকরণ। যার দ্বারা মেটানো হবে রাজকোষের ঘাটতি। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এবার বেসরকারিকরণ হতে চলেছে ভারত পেট্রোলিয়াম বা বিপিসিএলের। বিপিসিএলের বেসরকারিকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হলো।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএলের দ্রুত বিলগ্নীকরনের কাজ শুরু করা হলো। এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরেটস এর পক্ষ থেকে সংস্থার বিলগ্নীকরনের বিষয়ে সম্প্রতি জানানো হয়েছে। গত সোমবার থেকে এই সংস্থার বেসরকারিকরণের কাজ শুরু হলো। এই সংস্থার অধীনস্থ নুমালীগড় রিফাইনারি লিমিটেড সংস্থা তাদের ৬১.৬৫ শতাংশ শেয়ার বিক্রি দেবার সিদ্ধান্ত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই শেয়ার বিক্রি করে এই সংস্থার হাতে আসতে চলেছে ৯৮৭৫ কোটি টাকা। এর শেয়ার বিক্রি শুরু হতেই শেয়ারবাজারে এই সংস্থার শেয়ার গত এক বছরের মধ্যে উচ্চতম অবস্থানে পৌঁছে যায়। শেয়ার ৪.২ শতাংশ বৃদ্ধি করে তা ৪৭৪.৫০ টাকায় শুরু হয়েছিল। এরপর তা বাড়তে বাড়তে একেবারে ৪৮২.৪০ টাকায় চলে যায়। গত এক বছরের মধ্যে যা দেখা যায়নি। যদিও এর পরে অবশ্য এর বৃদ্ধির গতি কমতে থাকে। গতকাল মঙ্গলবার এই সংস্থার স্টক ৩.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৪৭০টাকায় পৌঁছেছিল।

গত সোমবার ভারত পেট্রোলিয়াম সংস্কার বোর্ড অফ ডিরেক্টরস এর পক্ষ থেকে এই সংস্থার বেসরকারিকরণের অনুমতি দেয়া হয়েছে। জানা গেছে বেসরকারীকরনের ফলে এই সংস্থার হাতে আসতে চলেছে প্রায় ৯৮৭৫.৯৬ কোটি টাকা। যা কেন্দ্রীয় সরকারের রাজকোষের ঘাটতি মেটাতে একটা সহায়ক ভূমিকা নিতে পারে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ অনেকেই মেনে নিতে পারেন নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!