এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বিধানসভায় ধর্নায় বিজেপির মহিলা বিধায়করা, মাস্টারস্ট্রোক শুভেন্দুর!

এবার বিধানসভায় ধর্নায় বিজেপির মহিলা বিধায়করা, মাস্টারস্ট্রোক শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুধুমাত্র বিজেপি করার অপরাধে কোচবিহারের এক মহিলার ওপর যেভাবে বর্বরোচিত আক্রমণ নেমে এসেছে, সেই ঘটনার ধিক্কার জানাচ্ছেন সকলে। আর এবার সেই ঘটনার প্রতিবাদেই আগামী সোমবার থেকে বিধানসভায় বিজেপির মহিলা বিধায়করা ধর্নায় বসতে চলেছেন। এদিন বিধানসভায় সেই কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি গোটা ঘটনার নিন্দা জানান। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, “আগামী সোমবার থেকে আমাদের মহিলা বিধায়করা বিধানসভার ভেতরে আম্বেদকর মূর্তির পাশে বা নীচে ধর্নায় বসবেন। এই ঘটনার প্রতিবাদে তারা ধর্না করবেন।” একাংশ বলছেন, এই ঘোষণা করে শুভেন্দু অধিকারী রীতিমত মাস্টারস্ট্রোক দিয়েছেন।

কারণ বর্তমানে নাটক করে তৃণমূলের দুইজন বিধায়ক রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় বসেছেন। তাই এই পরিস্থিতিতে সংখ্যালঘু মহিলার যে অপমান হয়েছে, যেভাবে সেই ঘটনায় তৃণমূল কাঠগড়ায় উঠে এসেছে, তাতে শাসক দলের বিরুদ্ধে পাল্টা সেই আম্বেদকর মূর্তির পাশেই ধর্নায় বসার কথা জানিয়ে তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!