এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিধানসভার সিড়িতে বসে পড়লেন দুই তৃণমূল বিধায়ক, রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়!

এবার বিধানসভার সিড়িতে বসে পড়লেন দুই তৃণমূল বিধায়ক, রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে এবার তৈরি হয়েছে জটিলতা। রাজভবনের পক্ষ থেকে গতকালও স্পষ্ট ভাষায় বিধানসভাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, শপথ গ্রহণের জন্য আসতে হবে রাজভবনেই। কিন্তু তারপর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে বিধানসভা নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। এমনকি এই দুই তৃণমূল প্রার্থীও জানিয়ে দেন যে, তারা বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত রাজ্যপালের জন্য বিধানসভাতেই অপেক্ষা করবেন। তারা শপথ গ্রহণের জন্য যাবেন না রাজভবনে। আর এই পরিস্থিতিতে আজ একেবারে বিধানসভার সামনে যে গেট রয়েছে, সেই গেটের সিঁড়িতে রাজ্যপালের জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখা গেল ভগবানগোলার রেয়াত হোসেন এবং বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর, এদিন শপথ গ্রহণের জন্য বিধানসভাতেই অপেক্ষা করেন এই দুই জয়ী তৃণমূল প্রার্থী। আর সেখানেই বিধানসভার সিঁড়িতে বসে পড়েন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। যেখানে তারা হাতে একটি প্ল্যাকার্ড পর্যন্ত রেখে তারা যে রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন, তা স্পষ্ট করে দেন। আর এখানেই বিরোধীরা বলছেন যে, নাটকের শেষ নেই। এত ইগো কি করে হয় এই জয়ী দুই তৃণমূল প্রার্থীর? যেখানে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল বলেছেন, তাদের রাজভবনে শপথ গ্রহণ করতে, সেখানে রাজ্যপালের কথাকে উড়িয়ে দিয়ে এইভাবে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি তৈরি করার কোনো মানে হয় না বলেই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!