এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্যক্তিগত তথ্যের নজরদারি করার অভিযোগে ফের কাঠগড়ায় ফেসবুক,

ব্যক্তিগত তথ্যের নজরদারি করার অভিযোগে ফের কাঠগড়ায় ফেসবুক,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি অভিযোগ উঠেছে ফেসবুক নাকি ইনস্টাগ্রাম ব্যবহারীদের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি চালাচ্ছে। আর এই তথ্য সংগ্রহ করার জন্য নাকি ফোনের ব্যবহার ক্যামেরা ব্যবহার করছে ফেসবুক। আর তা ব্যবহারকারীর অজান্তেই সেই ফোনের ক্যামেরার মাধ্যমে ফেসবুকের কাছে পৌঁছে দিচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। কিছুদিন আগে এমনই এক ফটো শেয়ারিং অ্যাপে ইন্সটাগ্রামের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে ব্যবহারকারী জানায় তাদের অজান্তেই তাদের ফোনের ক্যামেরা চালু থাকছে আর যা থেকে তাদের ব্যক্তিগত ছবি পাচার হয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত অনলাইন সাইটগুলোর মধ্যে থেকে ফেসবুক অন্যতম জনপ্রিয়। ফেসবুকের মাধ্যমে অনেকেই অনেক রকম কাজ করে থাকেন। তাই এমন একটি সোশ্যাল সাইটের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্বভাবতই মুশকিলে পড়েছেন অনেক মানুষ।সেই সময় বলা হয়, ছবি গুলো এতই ব্যক্তিগত যে বিভিন্ন জায়গায় যেকোনো অপরাধমূলক কাজে ব্যবহার করা যায়, সেকথা নিশ্চয়ই স্বীকার করবেন সকলে। তাই এমন ব্যক্তিগত ছবি পাচারের ক্ষেত্রে ভয় পাওয়াটা যে খুব স্বাভাবিক, সেটাই মনে করছে অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই প্রসঙ্গে ইতিমধ্যেই নিউজার্সির এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সান ফ্রান্সিসকোর আদালতে অভিযোগ জানিয়েছেন বলেও জানা গেছে। আদালতে তিনি অভিযোগ করেছেন যে, ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর গোপন তথ্য, ছবি ফেসবুক সংগ্রহ করছে। যা অন্য ভাবে কাজে লাগানোর কোন “প্ল্যান” আছে তাদের। তিনি আরও অভিযোগ করেন যে ছবি এতই ব্যক্তিগত এবং গোপন যে সেটা দিয়ে যেকোনো অপরাধমূলক কাজ করা সম্ভব। সেই সঙ্গে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, তাদের বাড়ির গোপনীয়তার নষ্ট হয়েছে বলেও অভিযোগ জানান তিনি।

তবে এই অভিযোগ অস্বীকার করে নিয়েছে ফেসবুক। তাদের মতে এই সমস্ত ঘটনা ঘটছে একটি বাগের কারণে। ফেসবুকে বলা হয় এই কারণেই নাকি আইফোনের ক্যামেরা ব্যবহার করার ভুল নোটিফিকেশন যাচ্ছে ব্যবহারকারীদের কাছে। তবে আদপে কিন্তু তেমনটা ঘটছে না। এটি সম্পূর্ণ একটি যান্ত্রিক ত্রুটি। তবে এতে ব্যবহারকারীদের ভয় পাওয়ার কিছু নেই। এই সমস্যা নিয়ে তারা আগেও অনেকবার কাজ করেছেন বলেও জানিয়েছেন তাঁরা। তবে এখানেই কিন্তু ব্যবহারকারীরা স্বস্তি পাননি।

তাদের কথায় এহেন অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে নতুন নয়, এর আগেও ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে ফেসবুক ব্যবহারকারীদের ফেসিয়াল রেকোগ্নিশন টেকনোলজি ব্যবহার করে প্রায় দশ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য জেনেছে। এবং সে ক্ষেত্রেও ফেসবুক কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে। বলা হয়, সেখানে ইনস্টাগ্রামের এরকম টেকনোলজি নেই। তবে আগের অভিযোগ অস্বীকার করলেও এখন ফেসবুকের এই অভিযোগ শেষ পর্যন্ত কতদূর যায় সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!