এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সিপিএম প্রার্থীর প্রচারসভায় গিয়ে অশান্তি লাগানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, তীব্র উত্তেজনা এলাকায়

এবার সিপিএম প্রার্থীর প্রচারসভায় গিয়ে অশান্তি লাগানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, তীব্র উত্তেজনা এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে এখনো চার দফা নির্বাচনের প্রচার। আসানসোলের জামুরিয়া থেকে এবার জোটের প্রার্থী হলেন সিপিএমের তরুণ তুর্কি ঐশী ঘোষ। কিন্তু এবার সিপিএমের অভিযোগ, ঐশীর প্রচারসভাতে ঢুকেও বিজেপির পক্ষ থেকে অশান্তি তৈরী করা হয়েছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সিপিএম কর্মী-সমর্থকরা। সম্প্রতি জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ জামুড়িয়ার নিউ সাতগ্রাম এলাকায় একটি প্রচারসভা করেন। আর সেই সভাতেই বক্তা হিসেবে ছিলেন ঐশী ঘোষ নিজেই।

তার সাথে অন্যান্যরাও ছিলেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, ঐশী ঘোষের বক্তব্য যখন চলে তখন ঐ সভাতে ঝান্ডা হাতে বেশ কয়েকজন বিজেপি সমর্থকদের ঢুকতে দেখা যায় এবং অন্তত পনেরো মিনিট ধরে বিজেপি কর্মী সর্মথকরা ঘুরে ঘুরে ঐশী ঘোষের নাম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন এবং জয় শ্রীরাম স্লোগান দেন। জানা গিয়েছে, সিপিএম নেতারা বিজেপি সমর্থকদের পাত্তা না দিয়েই নিজেদের বক্তব্য চালিয়ে যান। ঐশী ঘোষ মঞ্চ থেকে সবকিছুই দেখছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাম সমর্থকরাও নিজেদের চেয়ারে বসেছিলেন। 15 মিনিট ধরে একই ঘটনা চলতে থাকে। এরপর বিজেপি সমর্থকরা সেখান থেকে চলে যান। আর এরপরেই ঐশী ঘোষ সহ সিপিএমের অন্যান্যরা জামুরিয়া থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপির বিরুদ্ধে। সিপিএম প্রার্থী ঐশী ঘোষের উপরেও হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে ঐশী ঘোষের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।

আর এরপরেই বুধবার সকালে জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে এক দল বিজেপি কর্মী সমর্থক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। জামুড়িয়ার বিজেপি প্রার্থী দাবী করেন, মিথ্যা অভিযোগ করে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে। পাশাপাশি পুরো ঘটনাই সিপিএমের সাজানো বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জামুরিয়া এলাকায়। একই সাথে সিপিএম ও বিজেপির মধ্যে চাপানউতোর বৃদ্ধি পেয়েছে। আপাতত পরিস্থিতি নজরে রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে কোনোরকম অশান্তি না বাঁধে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!