এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার এই বিষয়ে মমতাকে পরামর্শ দিলেন সুকান্ত! শোরগোল রাজ্য জুড়ে!

এবার এই বিষয়ে মমতাকে পরামর্শ দিলেন সুকান্ত! শোরগোল রাজ্য জুড়ে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার নদিয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 18 জন ব্যক্তির। যার ফলে রীতিমতো শোক প্রকাশ করেছে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। তবে এই মর্মান্তিক মৃত্যুর পরেই হাসপাতালের পরিকাঠামোর দিকে অভিযোগ করতে শুরু করেছেন একাংশ। অনেকে বলছেন, হাসপাতালে সঠিক পরিষেবা না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। না হলে অনেক মানুষকে বাঁচানো যেত। আর এবার এই গোটা বিষয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা দেখে আসার পরামর্শও দিলেন এই বিজেপি নেতা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “হাসপাতালের গালভরা নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু ধরাতলে গিয়ে দেখা যাবে, ন্যূনতম পরিষেবা নেই। আমি নিজে ভুক্তভোগী। আমার মেয়ে অসুস্থ হওয়ার পর মালদা হাসপাতালে নিয়ে গিয়ে তারপরে নার্সিংহোম স্থানান্তরিত করতে বাধ্য হয়েছি। বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে দেওয়া হবে না বলা হয়েছে। একবার উত্তরপ্রদেশের হাসপাতালগুলো দেখে এলে ভালো হয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সুকান্ত মজুমদার নিজের অভিজ্ঞতা দিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, উত্তরপ্রদেশকে নিয়ে বাংলার সরকার যতই কটাক্ষ করুক, সেখানকার স্বাস্থ্য পরিসেবা অনেক উন্নত। তাই মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি দেখে আসার পরামর্শ দিয়ে কার্যত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই বিজেপি নেতা। স্বাভাবিক ভাবেই সুকান্তবাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!