এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি রাজ্যে আসছে পরিবর্তনের ঝড়? ‘খেলা’ দেখাবে কি মমতা ব্যানার্জ্জীর সরকারী সৈন্যরা?

এবার কি রাজ্যে আসছে পরিবর্তনের ঝড়? ‘খেলা’ দেখাবে কি মমতা ব্যানার্জ্জীর সরকারী সৈন্যরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাম ছাত্র ও যুব নেতাদের ওপর গতকাল নজিরবিহীন পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বামেরা 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল। কিন্তু সরকারী নির্দেশিকায় আজকে বামেদের ডাকা বনধ সত্ত্বেও সরকারি কর্মীদের হাজিরা দেওয়ার জন্য ছিল কড়াকড়ি। প্রসঙ্গত বরাবরই দেখা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেকোনো রাজনৈতিক দলের বনধকে তিনি সমর্থন না করে সরকারি অফিসে জরুরী হাজিরার নির্দেশ দেন। সেক্ষেত্রে তাঁর নির্দেশ না মানলে সরকারি শাস্তির মুখোমুখি হতে হয়। তবে বামেদের ডাকা বাংলা বনধের দিনেও পরিষদের ডাকে যে গণঅবস্থান হলো আজ কোল ইন্ডিয়া ভবনের সামনে সেখানে কিন্তু নজরকাড়া সরকারি কর্মচারীদের ভিড় চোখে পড়েছে।

বাংলা বনধের দিনেও এবং সরকারী দপ্তরে হাজিরার কড়াকড়ি সত্বেও সরকারী কর্মচারী পরিষদের ডাকে গণ অবস্থান কলকাতায় কোল ইন্ডিয়া ভবনের সামনে সাফল্যের সাথে পালিত হয়। আজকের অবস্থানে পরিষদের মঞ্চ থেকে বঞ্চণাকারী, প্রতারক, নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ন বদলী সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেস সরকারের পতনের ডাক দেওয়া হয়।মঞ্চে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল, অর্জুন সিং, সুবীর সাহা প্রমুখ সরকারি কর্মচারী পরিষদের নেতারা।

সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয় বক্তব্য পেশ করেন। পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন। শ্রী অর্জুন সিং মহাশয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপাল মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং ভয়াবহ বদলীর প্রতিবাদে স্মারকলিপি পেশ করেন। মহামহিম রাজ্যপাল মহোদয় যথাবিহিত ব্যাবস্থা নেবার আশ্বাস দেন।

এদিন পরিষদের সভামঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী অর্জুন সিং। খোলা মঞ্চ থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিন্দা করা হয়। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারের পতন যে অনিবার্য সে কথাও উল্লেখ করা হয়। তবে আজকে যেভাবে সরকারি কর্মচারীরা পরিষদের ডাকে গণঅবস্থানে ব্যাপক ভিড় জমালেন, তাতে কিন্তু প্রশ্ন উঠছে এবার কি তাহলে সরকারি কর্মচারীরাও প্রশাসনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন? প্রসঙ্গত, লোকসভা নির্বাচন থেকেই কিন্তু দেখা গেছে হাওয়া ঘুরেছে, সরকারি কর্মচারীরা একটু একটু করে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছে। আর সে কথা প্রমাণ হয়েছে লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট ভোটে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের 42 টি আসনের মধ্যে শুধুমাত্র পোস্টাল ব্যালটে 39 টি আসনে এগিয়ে ছিল গেরুয়া শিবির। মাত্র দুটি আসন পেয়েছিল তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের গেরুয়া শিবিরের দিকে ঢলে পড়া কারোরই চোখ এড়ায়নি। আর তারই ফলস্বরূপ বামেদের ডাকা বনধের দিনেও গেরুয়া শিবিরের কনভেনারে নজরকাড়া ভিড় জমে উঠেছে সরকারি কর্মচারীদের। তবে সরকারি কর্মচারীদের তৃণমূল প্রশাসনের পাশ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দীর্ঘদিন যাবৎ না পাওয়া। বকেয়া ডিএ নিয়ে ইতিমধ্যেই লড়াই পৌঁছে গিয়েছে আদালত এবং স্যাটের কক্ষে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে জায়গায় রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় আসলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যেই গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু গেরুয়া শিবিরের দিকে সরকারি কর্মচারীরা ঝুঁকলেও তাঁদের ওপর নেমে আসছে প্রশাসন এর শাস্তির খাঁড়া হিসেবে বদলি। আর এ ব্যাপারে দীর্ঘদিনের অভিযোগ গেরুয়া শিবিরের। এবার এই অভিযোগের ভিত্তিতে গেরুয়া শিবির বড়োসড়ো পদক্ষেপ নিল। সূত্রের খবর, আজ সাংসদ অর্জুন সিং এর প্রতিনিধিত্বে পরিষদীয় প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। যেখানে প্রশাসনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ জানানো হয়েছে।

 

সূত্রের খবর, রাজ্যপাল এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ওয়াকিবহাল মহলের দাবী, এবারের বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা অন্যতম ভূমিকা গ্রহণ করবে। পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে যেভাবে লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা নিজেদের মানসিকতা বুঝিয়ে দিয়েছেন, তা যদি এখনও বজায় থাকে, তাহলে একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়াতে চলেছে তৃণমূল শিবির। সে জায়গায় সরকারি কর্মচারীদের তুষ্ট করতে তৃণমূল নেত্রী কি তাঁদের দাবিদাওয়া মেনে নেবেন? নাকি একুশের বিধানসভা নির্বাচন হতে চলেছে আর একটি পরিবর্তনের বছর সরকারী কর্মীদের হাত ধরে?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!