এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নই” হঠাৎ কেন এমন বললেন দিলীপ ঘোষ!

“এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নই” হঠাৎ কেন এমন বললেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রি সহ একাধিক হেভিওয়েট গ্রেপ্তার হয়েছেন। যার ফলে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করেছে। আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে বাইরের রাজ্যের বিজেপি নেতাদের কাছে বাংলার পরিস্থিতি নিয়ে কথা শুনতে হচ্ছে বঙ্গ বিজেপি নেতাদের বলে খবর। স্বভাবতই এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “অত্যন্ত স্বাভাবিক বিষয়। আজকে অন্য রাজ্যের বিজেপি নেতারা আমাদেরক বলছেন, আপনারা কি বলেন! বাংলার লোকেদের টাকা নেই! 600 কোটি টাকা বেরোচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে! এটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক। আমরা এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নই।”

শুধু সাধারণ মানুষ নয়, বাংলার বিজেপি নেতাদের যে বাংলার পরিস্থিতি নিয়ে অন্য রাজ্যের বিজেপি নেতাদের মুখ থেকেও নানা কথা শুনতে হচ্ছে, সেই বিষয়টি স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। যার ফলেও রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, বাংলা সম্পর্কে অন্য রাজ্যের কাছে যে বার্তা যাচ্ছে, তা কাঙ্খিত নয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!