এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেললেন দিলীপ ঘোষ

এই রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেললেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করা নিয়ে দীর্ঘদিন যাবত রাজ্যের তৃণমূল সরকার বিরোধিতা করে আসছে। রাজপথে বিরোধিতা করতেও দেখা গিয়েছিল একসময় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আইন বলবৎ করার বিরুদ্ধে। কার্যত কেন্দ্রীয় সরকারও কিছুটা দ্বিধাগ্রস্ত এই নিয়ে। অন্যদিকে আবার এই রাজ্যে বিপরীত চিত্র পাওয়া যায় মতুয়া সমাজে। সেখানে আবার নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত বলবৎ করার দাবি রয়েছে দীর্ঘদিন ধরেই। এই অবস্থায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মতুয়া পাড়ায় গিয়ে কার্যত রাজ্যে সিএএ আইন বলবৎ না হওয়ার জন্য দায়ী করলেন রাজ্যের তৃণমূল সরকারকে।

প্রসঙ্গত, তৃণমূলের মতে এ দেশে বসবাসকারী যারা তাদের ভোটেই সরকার গঠিত হয়। ভোটদাতা, করদাতা, সম্পত্তির মালিক এবং তাঁদের পরিবারবর্গ প্রত্যেকেই নাগরিক। তাই নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের কোন প্রয়োজনীয়তা নেই। ঠিক এই কথাই একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীর গলায় বারবার শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অশোকনগরে জেলার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি সিএএ নিয়ে করলেন উল্লেখযোগ্য মন্তব্য। তাঁর মতে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, এ রাজ্যে দ্রুত সিএএ আইন কার্যকর হবে।

তা না হলে কেন্দ্রীয় সরকারের সুবিধা অনুযায়ী কার্যকর করা হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, দিলীপ ঘোষ কিছুটা বাঁচিয়ে মন্তব্য করলেন। এরাজ্যে সিএএ নিয়ে সবার মনোভাব এক নয়। মতুয়ারা চাইলেও রাজ্যের অধিকাংশ নাগরিক কিন্তু সিএএর বিরোধিতা করতে পারে। আর সেই আঁচ করেই রাজ্য বিজেপি সভাপতি কিছুটা রক্ষণাত্মক মন্তব্য করলেন। অন্যদিকে আবার মতুয়াদের দাবি যেহেতু নাগরিকত্ব পাওয়া, তাই তাঁদেরকেও কোনভাবেই চটাতে রাজি নন তিনি। কার্যত ভোটের আগে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রীতিমতন প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পরে এবং করোনার টিকাকরণ শেষ হলে সিএএ আইন অনুযায়ী মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এখনো পর্যন্ত সে ব্যাপারে কেন্দ্রের কোন পদক্ষেপ চোখে পড়েনি। আর তাই মতুয়াদের মধ্যে কিন্তু একটু একটু করে আবার ক্ষোভের আগুন দানা বাঁধছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বললেন, রাজ্যের নাগরিকত্ব আইন কার্যকর করার কোনো প্রয়োজন নেই। কারণ প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড আছে।

যেহেতু প্রত্যেকের ভোটেই সরকার গঠিত হয় তাই প্রত্যেকেই নাগরিক। নতুন করে নাগরিকত্ব পাওয়ার কোনো প্রশ্ন নেই। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতি তাঁর তীব্র কটাক্ষ সামনে এসেছে। সব মিলিয়ে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে আবারো কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিতর্ক শুরু হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই রাজ্যে মতুয়ারা নাগরিকত্ব আইনের দাবিদার হলেও রাজ্যের অন্যান্য অংশ কিন্তু নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে যথেষ্ট দ্বিধাগ্রস্থ। এই পরিস্থিতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!