এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের বিধানসভার দামামা বাজিয়ে দলীয় নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর

একুশের বিধানসভার দামামা বাজিয়ে দলীয় নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এক সম্মানের লড়াই হতে চলেছে। কারণ, এই নির্বাচনে শাসকদলকে লড়াই করতে হবে প্রবল প্রতিপক্ষ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে। একারণেই, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির যেমন প্রচেষ্টা চলছে, তেমনি দলের জনসংযোগ তথা গণভিত্তি মজবুত করারও চলছে প্রচেষ্টা। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে শাসক দল তৃণমূলের নেতা- কর্মীদের দলের জনসংযোগ বৃদ্ধির বিশেষ নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। গতকাল শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের আটঘড়িয়া-সিমলন পঞ্চায়েতের আইমাপাড়া তফসিলি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় একাধিক বাড়ি গিয়ে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। এর সঙ্গে সঙ্গেই এই এলাকার খেতমজুর পরিবারের গৃহবধূ মন্দিরা ক্ষেত্রপালের অনুরোধে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ করতে দেখা গেল মন্ত্রীকে।

গতকাল খেতমজুর পরিবারে গৃহবধূ মন্দিরা ক্ষেত্রপালের অনুরোধে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই মধ্যাহ্নভোজে কলাইয়ের ডাল, পুঁইশাকের তরকারি, আলু পোস্ত পেয়ে অত্যন্ত তৃপ্ত হলেন মন্ত্রী। এরপর আশেপাশে থাকা মানুষদের হাতে তিনি তুলে দিলেন মাস্ক। অন্যদিকে, তাঁর বাড়িতে মন্ত্রী মধ্যাহ্নভোজন করায় আপ্লুত হলেন মন্দিরা ক্ষেত্রপাল। এ সম্পর্কে তিনি জানালেন, ” এক কথায় তিনি আমার বাড়িতে খেতে রাজি হয়ে যান। মাটির ঘরে দাওয়ায় বসে তিনি গরিবের রান্না করা খাবার খাবেন, ভাবতেই পারিনি।”

মন্ত্রী স্বপন দেবনাথ সিদ্ধান্ত নিয়েছেন যে, চলতি মাসে তাঁর এলাকা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আদিবাসী মহল্লা থেকে শুরু করে তপশিলি অধ্যুষিত সমস্ত গ্রামে গিয়ে জনসংযোগ করবেন তিনি। প্রয়োজনে তিনি রাত্রি বাসও করবেন। এরপর গতকাল কালনা-১ ব্লকের আইমাপাড়ায় কাঁকুড়িয়া, আটঘড়িয়া-সিমলন পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি। এই অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ও ব্লক তৃণমূল সভাপতি শান্তি চাল উপস্থিত ছিলেন। গতকাল ব্লক তৃণমূল সভাপতি শান্তি চাল তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে জানালেন যে, দলকে ব্যবহার করে কোন রকম অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, বিভাজন, বিরোধ, মনোমালিন্য দূর করে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সেইসঙ্গে সরকারি প্রকল্পের প্রচার যেমন চালাতে হবে। তেমনি সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পায় সেদিকে দলের কর্মীদের গাইডের ভূমিকা পালন করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ জানালেন যে, বিধানসভা ও লোকসভা ভোট নিয়ে এই এলাকাটি থেকে তিনি সাতবার ভোটে দাঁড়িয়েছেন। এই কারনেই এই এলাকাকে তিনি হাতের তালুর মতো চেনেন। মন্ত্রী দাবি করেছেন, এক দশক আগে এই এলাকায় কোনো উন্নয়ন ঘটে নি । সম্প্রতি মুখ্যমন্ত্রীর চেষ্টায় এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, বাংলা আবাস যোজনা, পাট্টা বিলি, স্বনির্ভরতায় আর্থিক সাহায্য, হাঁস-মুরগি বিলি, থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, বার্ধক্য ভাতা, নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এতদিন রাজনীতি করা হয়েছিল। তাদের উন্নয়নের কোন কোন রকম প্রচেষ্টা ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী এখন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। একারণেই প্রকৃত উন্নয়ন ঘটেছে। গ্রামের মানুষ, রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন ঘটেছে। কৃষিতে আর্থিক সাহায্য ও কৃষি যন্ত্রপাতি বিলি করা হচ্ছে।

গতকাল মন্ত্রী স্বপন দেবনাথ জানালেন যে, চলতি মাসে এই গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের কথা শুনবেন তিনি। সেইসঙ্গে সরকারি প্রকল্পের কথাও তিনি তুলে ধরবেন। এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের জনসংযোগ বাড়াতে বিশেষ পরিকল্পনা নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সেই সঙ্গে দলের কর্মীদেরও এ বিষয়ে কড়া নির্দেশ দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!