এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরসভা নির্বাচনের খারাপ ফলাফলের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফুঁসে উঠলেন বিজেপির হেভিওয়েট, বিতর্ক তুঙ্গে

পুরসভা নির্বাচনের খারাপ ফলাফলের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফুঁসে উঠলেন বিজেপির হেভিওয়েট, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময়কাল থেকেই বিভিন্ন সময় সরব হতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা তথাগত রায়কে। কলকাতা পুরসভার নির্বাচনের আগেও তথাগত রায় সরব হয়েছিলেন। এবং যথারীতি পুরসভা নির্বাচনে তৃণমূলের কাছে গেরুয়া শিবির গো হারান হেরেছে। কলকাতার বুকে দ্বিতীয় না, বরং তৃতীয় স্থান পেয়েছে গেরুয়া শিবির। তাঁদের টেক্কা দিয়েছে বামেরা। এমনকি কিছু কিছু ওয়ার্ডে চতুর্থ স্থান পেয়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় গেরুয়া শিবিরকে এবার তীব্র আক্রমণ করলেন তথাগত রায়।

অবশ্যই তাঁর নিশানায় রয়েছে তৃণমূলও। তথাগত রায় দাবি করেছেন, তৃণমূল একটা সময় চুরমার হয়ে যাবে। তার কারণ, একজন নেতা নির্ভর নীতিহীন পার্টি কোনসময় বেশিদিন টিকতে পারেনা। তবে পাশাপাশি তিনি গেরুয়া শিবিরের সম্পর্কেও আক্ষেপ করেছেন। গত 22 শে ডিসেম্বর বিজেপিকে কটাক্ষ করে তথাগত রায় টুইট করেছিলেন। আর এই নিয়ে অনেকেই তথাগত রায়ের সমালোচনাও করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে আরও একটি টুইট করলেন এবার বিজেপি নেতা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিজেপির সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তাতে অনেকেই দুঃখ পেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গোপনে বলে কোন লাভ হয়নি এতদিন, তাই এবার প্রকাশ্যে বলতে হল। কার্যত তিনি দাবি করেছেন, বিজেপি নিজের পায়ে নিজে কুড়ুল মারছে এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তথাগত রায়ের এই মন্তব্য গেরুয়া শিবিরের ভেতরের ছবিটা স্পষ্ট করে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত তথাগত রায়ের মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে বিশেষ কিছুই প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনীতিতে গেরুয়া শিবির যে যথেষ্ট বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!