এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উৎসবের আগেই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার কলকাতা থেকে, শুরু তীব্র আতঙ্ক

উৎসবের আগেই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার কলকাতা থেকে, শুরু তীব্র আতঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে মাত্র একদিন, আর তারপরেই শীতের উৎসব শুরু। প্রথমে বড়দিন, তারপর বছর শেষের উৎসব। কিন্তু উৎসব শুরুর আগেই কাটলো তাল। উদ্ধার হল কলকাতা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। উৎসবের আমেজের মধ্যেই নিউটাউন থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল আজকে কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই পুলিশ দুইজনকে আটক করেছে।

সূত্রের খবর, নিউটাউনে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের এস টি এফ বাহিনী। এরপর পুলিশ হাতেনাতে ধরার জন্য নিউটাউনে সাপুরজির কাছে নিউ টেকনো সিটি বাস স্ট্যান্ডে উপস্থিত হয় এবং উদ্ধার করে বিপুল আগ্নেয়াস্ত্র। প্রসঙ্গত জানা গিয়েছে, বাসস্ট্যান্ডে উপস্থিত দুজন ব্যক্তির ব্যাগ থেকে এই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্তত 13 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছেন অফিসাররা বলে খবর। পাশাপাশি একটি কারবাইন এবং একটি নাইন এমএম পিস্তলও উদ্ধার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বোমা তৈরীর কাজ চলছে। তবে কতদিন ধরে এই বোমা তৈরীর কাজ চলছে বা কারা এর সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে কলকাতা যখন উৎসবের মেজাজে সেজে উঠছে, ঠিক তখনই কলকাতার বুকে এই বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। আপাতত দুজনের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যায় সেটাই এখন দেখার। পাশাপাশি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনে, সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!